Children: ঝুঁকিপূর্ণ, চল্লিশের পরে সন্তানধারণ

Published By: Khabar India Online | Published On:

 অনেকে মেয়েই বিয়ে করছেন চল্লিশের পরে। করছেন সন্তানধারণও। কিছুই অসম্ভব নয়। সময়ের সাথে সাথে কয়েকটি দিকে নজর দেওয়া দরকার। যাতে আপনার জীবনযাপনের কিছু নিয়ম বাধা না সৃষ্টি না হয়।

বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই সন্তানধারণ ক্ষমতা কমতে থাকে মেয়েদের। এমনকি সন্তান ধারণ করলেও বেড়ে ওঠার জন্য দরকার শরীরের উপযুক্ত কার্যক্ষমতা। বেশি বয়সে সন্তান ধারণ করলে অনেকে ডায়বেটিসে ভোগেন। দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ।

আরও পড়ুন -  প্রতিদিন ডিম খাওয়া উচিত, চল্লিশ হয়ে গেলে

 এসব কারণেই বয়স চল্লিশ হওয়ার পর বাচ্চা নিতে চাইলে চিকিৎসকের সাথে পরামর্শ করা দরকার। শুরু থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে চললে বিপদের সম্ভাবণা কমে যাবে, সন্তানধারণ করতে সুবিধা হবে। সেই সাথে যদি ধূমপান, মদ্যপানের মতো বাজে অভ্যাস থাকে তাহলে অবশ্যই এসব থেকে বিরত থাকতে হবে। যাদের ওজন বেশি তাদের ওজন নিয়ন্ত্রণে আনতে হবে। এমনিতেই বয়স ৩৫ বছরের পর মহিলাদের মধ্যে ওজন বাড়ার প্রবণতা বেশি। ফলে নিয়ম মেনে খাওয়াদাওয়া এবং ব্যায়ামের অভ্যাস রাখা জরুরি।

আরও পড়ুন -  Ranveer-Deepika-Shah Rukh: বলিউডের কিং খানের প্রতিবেশী হতে চলেছেন দীপ-বীর, আবার নতুন অধ্যায় শুরু