Selim Khan: শাহরুখের বাড়িতে হাজির সালমান এর বাবা

Published By: Khabar India Online | Published On:

বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ৩ অক্টোবর যখন জামিন না দিয়ে এক দিনের জন্য  মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) হেফাজতে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেন আদালত, তার কিছু সময় পরই বন্ধু শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন মান্নাতে হাজির হন সালমান খান।

আরও পড়ুন -  Aryan Khan: আদালতে আবেদন শাহরুখ পুত্রের পাসপোর্ট ফেরত নিতে

আজ বুধবার(১৩ অক্টোবর) আরিয়ান খানের ফের জামিন শুনানি। গ্রেপ্তারের পর ১০ দিন অতিবাহিত হওয়ার পরও শাহরুখের বিপদ কাটেনি। উৎকণ্ঠায় পুরো পরিবার। টিক সেই মুহূর্তে বন্ধুকে সাহস যোগাতেই হোক  আর সান্ত্বনা দিতেই হোক, ১২ অক্টোবর রাতে বাবা লেখক সেলিম খানকে সাথে নিয়ে মান্নাতে গিয়েছিলেন সালমান খান।

আরও পড়ুন -  ভারতে করোনায় সুস্থতার সংখ্যা ২৩ লক্ষ ছাড়িয়েছে

ছেলে কারাগারে। কঠিন সময় পার করছেন শাহরুখ খান এবং গৌরী।