দ্বিখন্ডিত মন

Published By: Khabar India Online | Published On:

দ্বিখন্ডিত মন ( গৌতম চট্টোপাধ্যায় )

শৈশবে, বাবার থমথমে গম্ভীর মুখ থেকে
জরুরী অবস্থার কথা শোনা, থেকে
চুরাশিতে ইন্দিরার হত্যাকাণ্ডের পর বেধে যাওয়া দাঙ্গা,
অযোধ্যায় ঈশ্বর -আল্লাহ’র পলায়ন
থেকে কারগিল যুদ্ধ, ইরাক-কুয়েত, টুইন টাওয়ার থেকে দিল্লির যন্তর মন্তর, নির্ভয়া, বা হাথরস বা আজকের আফগানিস্তান থেকে কিষাণ আন্দোলন আমার আমি’র বিশ্বস্ত ঘুম ছিনিয়ে নিয়েছে!
যন্ত্রণা আর মন্ত্রণার মাঝে ঝুলে থাকা ক্রিয়াপদ,
ধূলো- চাটা রূপক,
ঘুণ -ধরা বৈচারিক সান্ধ্য- চা’য়ে উড়ে এসে জুড়ে বসা পতঙ্গ সরাতে ব্যস্ত আমি, দীপ্ত আমি, প্রতিবাদী আমি, রাস্তার আমি
প্রেম আর যৌনতার কবিতায় হাবুডুবু খেতে দেখা কবিদের দেখলে বা বিকৃত গণতন্ত্র দেখলে,
চারু,কানু, মহাশ্বেতা আমার মস্তিষ্কে গাট্টা মারে সজোরে,
খুব ইচ্ছে ছিল একটি আস্ত মশাল জ্বালানোর,
রাস্তায় নেমে রাস্তা মেপে নেওয়ার,
মুখোশ খুলে দেওয়ার,
ইচ্ছে ছিল একটা দাঙ্গা আরো হোক…..,
ইচ্ছে ছিল একটা আন্দোলন আরো হোক….,
আজ যখন দুমড়ে-মুচড়ে দেওয়া আন্দোলনকে রঙ-মাখা সব্জী- বাজারে দেখি…., অভাব অনুভূত হয় অনুভবে,
ভাবি , বাড়ী ফেরাই ভালো
‘ বোধ ‘ হয়,
আমি এখন রাস্তা থেকে বাড়ি ফিরছি….,
আজ আর কোন আন্দোলন নেই…!
তাই কবিতা লেখার কোনো তাড়া নেই…!

আরও পড়ুন -  কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়কমন্ত্রী শ্রী কিরেন রিজিজু আজ ভার্চুয়াল মাধ্যমে ফিট ইন্ডিয়া ফ্রিডম দৌড়ের সূচনা করেছেন
গৌতম চট্টোপাধ্যায়। লেখক।