Durga Pujo: থিম “বধনে বন্ধন, আয় আরো বেঁধে বেঁধে থাকি”

Published By: Khabar India Online | Published On:

ইংরেজবাজার শহরের দিলীপ স্মৃতি সংঘের পুজো এবারের ৭১ তম বর্ষে পা রাখলো।

প্রতিবারই জেলাবাসীকে তারা চমক দিয়ে থাকে।এবারের তাদের থিম “বধনে বন্ধন, আয় আরো বেঁধে বেঁধে থাকি”।

আরও পড়ুন -  ভারত সেরা মোহনবাগান ক্লাবের সম্বর্ধনা অনুষ্ঠানে, আবেগে ভেসে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাখির উপরে তাদের এবারে মণ্ডপসজ্জা।মন্ডপের ভিতরে প্রবেশ করলে দেখা যাবে হিন্দু-মুসলিম তারা একে অপরকে রাখি পড়াচ্ছে।

একজন সিভিক ভলেন্টিয়ার টোটো চালককে রাখি পড়াচ্ছে।

একজন স্কুলছাত্রী এক বালককে রাখি পড়াচ্ছে।

আরও পড়ুন -  46th International Kolkata Book Fair: মুখ্যমন্ত্রীর হাত ধরে বইমেলার শুভ সূচনা, ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

সবথেকে যেটি আকর্ষণীয়, সেটি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেই করোনা যোদ্ধা এক চিকিৎসককে রাখি পড়াচ্ছে।

পাশে আছে পুলিশ, সিস্টার। মাটির মডেলে এসব করা হয়েছে। মা দুর্গার পিছনেও আছে একটি বিরাট রাখি। কৃষ্ণ রূপে মা দুর্গা বিরাজ করছে।

আরও পড়ুন -  Ratha Yatra: ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, দীঘার জগন্নাথ মন্দির এই বছর রথ দিবসে খুলতে পারবে না