Sandstorm: শক্তিশালী বালুঝড়ে কমপক্ষে ছয়জন নিহত

Published By: Khabar India Online | Published On:

সাওপাওলোতে শক্তিশালী বালুঝড়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছন। সেপ্টেম্বরের পর থেকে অন্তত তিনবার বিশাল বালু মেঘসহ ঘণ্টায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) পর্যন্ত বাতাস বয়ে যায়। এই পরিস্থিতিতে ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ভেঙে পড়ায় সাওপাওলোতে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো।

আরও পড়ুন -  Sarita Mali: ফুল বিক্রি করতেন মুম্বাইয়ের রাস্তায়! পিএইচডি ডিগ্রি নিতে পাড়ি দিচ্ছেন মার্কিন বিশ্ববিদ্যালয়ে

দেশটির আবহাওয়াভিত্তিক চ্যানেল মেটসুল-এর আবহাওয়াবিদ এস্টেল সিয়াস বলেন, এ ধরনের ঝড় এর আগে কখোনও এত তীব্র মাত্রায় হয়নি। দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি, উচ্চতাপমাত্রা ও কম আর্দ্রতার কারণে এই অবস্থা হয়েছে।

আরও পড়ুন -  দলীয় কর্মসূচি নিয়ে আসানসোলে আসেন বিজেপির মহিলা মোর্চার নেত্বৃ অগ্নিমিত্রা পল

এই বালুঝড় জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে উল্লেখ করেন সিয়াস।

তিনি বলেন, প্রতিবছর রেকর্ড তাপমাত্রা দেখা দিচ্ছে। এতে আবহাওয়ায় বৃষ্টি, ঝড়, বন্যা, খরা, ঠাণ্ডাসহ নানান রূপ দেখা যায়।

 ঝড় মরু অঞ্চলে ঘন ঘন দেখা দিতে পারে বলেও সতর্ক করেন এস্টেল সিয়াস।

আরও পড়ুন -  Amitabh Bachchan: মার্সিডিস গাড়ি বিক্রি করছেন অমিতাভ বচ্চন, জলের দামে

ব্রাজিলে ৯১ বছরে সবচে ভয়াবহ মারাত্মক খরা দেখা দিয়েছে। এতে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধারের জলের স্তর হ্রাস পাওয়ায় বিদ্যুৎ খরচ বেড়ে গেছে।

সূত্র: এএফপি