26 C
Kolkata
Tuesday, May 21, 2024

Sandstorm: শক্তিশালী বালুঝড়ে কমপক্ষে ছয়জন নিহত

Must Read

সাওপাওলোতে শক্তিশালী বালুঝড়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছন। সেপ্টেম্বরের পর থেকে অন্তত তিনবার বিশাল বালু মেঘসহ ঘণ্টায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) পর্যন্ত বাতাস বয়ে যায়। এই পরিস্থিতিতে ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ভেঙে পড়ায় সাওপাওলোতে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো।

আরও পড়ুন -  খুঁজে পাওয়া

দেশটির আবহাওয়াভিত্তিক চ্যানেল মেটসুল-এর আবহাওয়াবিদ এস্টেল সিয়াস বলেন, এ ধরনের ঝড় এর আগে কখোনও এত তীব্র মাত্রায় হয়নি। দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি, উচ্চতাপমাত্রা ও কম আর্দ্রতার কারণে এই অবস্থা হয়েছে।

আরও পড়ুন -  মালদহের উচ্চশিক্ষিত যুবকের একক নবান্ন অভিযান

এই বালুঝড় জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে উল্লেখ করেন সিয়াস।

তিনি বলেন, প্রতিবছর রেকর্ড তাপমাত্রা দেখা দিচ্ছে। এতে আবহাওয়ায় বৃষ্টি, ঝড়, বন্যা, খরা, ঠাণ্ডাসহ নানান রূপ দেখা যায়।

 ঝড় মরু অঞ্চলে ঘন ঘন দেখা দিতে পারে বলেও সতর্ক করেন এস্টেল সিয়াস।

আরও পড়ুন -  Malaika Arora: আসল সত্যি প্রকাশ পেল, লম্বা হতে চাইলে করতে হবে এই ব্যায়াম, মালাইকার মতন

ব্রাজিলে ৯১ বছরে সবচে ভয়াবহ মারাত্মক খরা দেখা দিয়েছে। এতে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধারের জলের স্তর হ্রাস পাওয়ায় বিদ্যুৎ খরচ বেড়ে গেছে।

সূত্র: এএফপি

Latest News

Web Series: বিছানায় নিয়ে এসে বোনের প্রেমিকার সঙ্গে রোমান্স করলেন যুবতী, হট দৃশ্যে দিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি

Web Series: বিছানায় নিয়ে এসে বোনের প্রেমিকার সঙ্গে রোমান্স করলেন যুবতী, হট দৃশ্যে দিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি।  Web Series...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img