আসানসোল আদালতে ডাকঘর কর্মী খুনে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
আসানসোল আদালতে ডাকঘর কর্মী খুনে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।শুক্রবার আসানসোল অতিরিক্ত দায়রা (ফোর) আদালতের বিচারক সাকেত কুমার ঝাঁ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।জানা গিয়েছে আসানসোল রামকৃষ্ণ ডাঙালের বাসিন্দা সুশীল যাদব কেলেজোড়া ডাকঘরের কর্মী ছিলেন।2012 সালে 18 ই এপ্রিল কর্মস্থলে যাবার সময় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন।ঘটনার পর পরিবারের তরফে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিলো।এই ঘটনায় পুলিশ হরি পাশওয়ান ও অভয় গোস্বামীকে গ্রেফতার করেছিলো।
এই ঘটনার মামলা চলাকালীন আসানসোল আদালতে 18 জন সাক্ষ্য দান করেছেন।এই ঘটনায় অভিযুক্ত হরি পাশওয়ান এবং অজয় গোস্বামীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।শুক্রবার এই মামলায় আসানসোল অতিরিক্ত দায়রা আদালতের বিচারক সাকেত কুমার ঝাঁ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।এর পাশাপাশি 5 হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।