31 C
Kolkata
Saturday, May 4, 2024

US Submarine `অজ্ঞাত বস্তুর` সঙ্গে মার্কিন সাবমেরিনের সংঘর্ষ

Must Read

 সমুদ্রের নিচ দিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি পরিচালিত একটি সাবমেরিনের সঙ্গে অনুল্লেখিত কোনো ‘বস্তুর’ সংঘর্ষ হয়েছে। সাবমেরিনটির বেশ কয়েকজন ক্রু আহত হয়েছেন। তবে কারো জখম প্রাণঘাতী নয়। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

 বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার (২ অক্টোবর) এ ঘটনা ঘটে। সাবমেরিনটি নিরাপদ ও অক্ষত অবস্থায় রয়েছে। নিউক্লিয়ার প্রোপালশন প্লান্ট ও স্পেসগুলোর কোনো ক্ষতি হয়নি, সেগুলো পুরোপুরি সচল রয়েছে।

আরও পড়ুন -  জুন মাসে জিএসটি বাবদ রাজস্ব সংগ্রহ; আলোচ্য মাসে রাজস্ব সংগ্রহের পরিমাণ ৯০ হাজার ৯১৭ কোটি টাকা

তবে সাবমেরিনের সঙ্গে কীসের আঘাত লেগেছিল, কতজন আহত হয়েছেন, তাদের আঘাত কী ধরনের এসব বিষয়ে কিছু জানানো হয়নি।

নামপ্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীন সাগরে  এতে ’১৫ জনের কম’ আহত হয়েছেন। আহতদের বেশিরভাগের সামান্য কেটেছিঁড়ে গেছে ও দুজনের জখম মাঝারি ধরনের।

আরও পড়ুন -  Urfi Javed: উর্ফি দড়ি দিয়ে স্কার্ট বানিয়েছেন, ভাইরাল সেই স্কার্ট, কিন্তু উন্মুক্ত নিতম্ব!

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রতলে সংঘর্ষের এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সাবমেরিনটি এখন গুয়ামের দিকে যাচ্ছে।

জানা যায়, ইউএসএস কানেক্টিকাট নামে অত্যাধুনিক সাবমেরিনটিতে ১৪ কর্মকর্তাসহ মোট ১৪০ জন ক্রু রয়েছেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভাষ্যমতে, এটি অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ও অত্যাধুনিক সেন্সরযুক্ত সাবমেরিন।

আরও পড়ুন -  Weather Update: ভারী বৃষ্টি ও বজ্রঝড়, ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া, আবহাওয়া আপডেট দেখুন

সূত্র: আল জাজিরা

Latest News

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img