নেতা ও ভিলেন প্রসঙ্গে উঠে আসছে মহারাষ্ট্রে উদ্ধব সরকারের সহযোগী ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মুখপাত্র নবাব মালিকের (Nawab Malik, Cabinet Minister – Government of Maharashtra)নাম ও মন্তব্য।
Aryan Khan’s arrest is a forgery. For the last one month, the information was being circulated to crime reporters that the next target is actor Shah Rukh Khan: Maharashtra Minister Nawab Malik pic.twitter.com/moaRhfzZx2
— ANI (@ANI) October 6, 2021
গোটা দেশ থেকে বিদেশ জেনে গিয়েছে যে বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খানের প্রথম পুত্র আরিয়ান খান (Aryan Khan) গ্রেফতার হন এন সি বি (NCB) দ্বারা গত শনিবার। নিষিদ্ধ মাদক সেবন ও রক্ষণ। বলিউডে গত বছরেও মাদক সেবন, কেনা, বেচা নিয়ে বড় ঝড় ওঠে। অনেকের নাম সামনে আসে আবার অনেকের নাম গোপনে থেকে যায়।
#WATCH | Some allegations levelled against the organisation are baseless and seem to have been with malice & probable prejudice that may have been harboured in retaliation against earlier legal action carried out by NCB: NCB Deputy DG Gyaneshwar Singh in Mumbai pic.twitter.com/zeb7uQ3nUm
— ANI (@ANI) October 6, 2021
তিনি আরিয়ানের সপক্ষে। তার কথায়, বিজেপি এবং এনসিবির যোগসাজশের জেরেই শাহরুখপুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলতে চাইছেন বিজেপি ইচ্ছা করে বলিউড ও মহারাষ্ট্র সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। এই প্রসঙ্গে, জানিয়ে রাখা ভালো, আপাতত এনসিবি-র কাস্টেডিতে আছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। সূত্রের খবর, আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকে।
তাঁদের ফোনও ফরেন্সিক টিমের কাছে পাঠানো হয়েছে। সোমবার আদালতের তরফ থেকে ৭ অক্টোবর অবধি এনসিবির হেফাজতে থাকবেন তাঁরা।