Mahalaya: শুভ মহালয়া

Published By: Khabar India Online | Published On:

পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনায় শুভ মহালয়ার দিনে আসানসোল পুরনিগমের দামোদর নদের ঘাটে পূর্ব পুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তর্পণের জন্যে বুধবার সকাল থেকেই পূণ্যার্থীদের ভীড় দেখা যায় ৷

আরও পড়ুন -  সামনে মাধ্যমিক, কি ভাবে রামপ্রসাদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে সামাল দিলেন সুস্মিলি!

তবে এই বছর বিগত কয়েকদিনে নিম্নচাপের দরুণ অতি ভারী বৃষ্টির কারণে দামোদরের বুকে অস্বাভাবিক জলের বহমানতা ও স্রোত রয়েছে ৷ সেই সব দিক বিচার করে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয় ৷ বিশেষত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগত পুন্যার্থীদের জলের গভীরতা ও স্রোত সম্পর্কে সচেতন করে নিরাপদ স্থানে দাঁড়িয়ে উপাচার পালনের অনুরোধ করা হয় ৷ একই সাথে নদীর বুকে এদিন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও সক্রিয় অবস্থায় ঘুরে বেড়ায় ৷

আরও পড়ুন -  Viral Video: ভাইরাল ভিডিও বিয়ের আগে পাহাড়ে নিরহুয়া এবং আম্রপালি দুবের মধ্যে রোমান্স