সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ কোয়ারেন্টাইন সেন্টারে করোনা পজিটিভ রোগীদের নিম্নমানের খাদ্য দেওয়ার অভিযোগ উঠল। এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সেই খাবারের
ভিডিও পোস্ট করেছেন কোয়ারেন্টাইনে থাকা পজেটিভ রোগীরা। অভিযোগ এই মুহূর্তে তারা গাজোল কলেজ কোয়ারেন্টাইন সেন্টারে ১৪ জন রয়েছেন। তার মধ্যে ছয়জন বামনগোলা ব্লকের ছয় জন গাজোল ব্লকের এবং দুইজন পুরাতন মালদা ব্লকের। যেখানে করোনা রোগীদের ইউনিটি পাওয়ার বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী পুষ্টিকর খাবার দেওয়ার কথা বলছেন সেখানে গাজোল কলেজ কোয়ারেন্টাইন সেন্টারে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে তাদের। অপরিষ্কার অপরিচ্ছন্নতা রাখা হয়েছে গোটা কোয়ারেন্টাইন সেন্টার। গত তিনদিন ধরে পরিষ্কার করা হয়নি। তার পাশাপাশি গত পাঁচ দিন হয়ে গেল কোয়ারেন্টাইন সেন্টারের লাগোয়া একটি শিয়াল মরে পড়ে গন্ধ ছড়াচ্ছে অথচ পরিষ্কার করা হচ্ছে না। এই অবস্থায় তারা সুস্থ হয়ে ওঠার তো দূরের কথা আরও অসুস্থ হয়ে পড়ছেন।
কোয়ারেন্টাইন সেন্টারে নিম্নমানের খাদ্য দেওয়ার অভিযোগ উঠল
Published By: Khabar India Online |
Published On: