Social Media: হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা, বিশ্বজুড়ে ব্যাহত

Published By: Khabar India Online | Published On:

বিশ্বজুড়ে ব্যাহত হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা। ডাউন ডিটেক্টর সাইটে পৃথিবীর নানা প্রান্ত থেকে ব্যবহারকারীরা তাদের অভিযোগ জানাচ্ছেন। ব্যবহারকারীদের অভিযোগ থেকে মনে হচ্ছে যে হোয়্যাটসঅ্যাপে সমস্যা হয়েছে।

আরও পড়ুন -  Twitter: ইলন মাস্ক, টুইটারের পরিচালনা পর্ষদে যোগ দিচ্ছেন না

 সোমবার সাড়ে রাত ৯টার কিছুটা পর থেকে হোয়্যাটসঅ্যাপে মেসেজ যাচ্ছিল না। ইন্টারনেট ‘অন’ থাকলেও হচ্ছিল না কোনো কাজ। প্রাথমিকভাবে অনলাইনে বিভিন্ন পরিষেবা ব্যাহত হওয়ার ওপর নজরদারি সংস্থা ‘ডাউন ডিটেক্টর’-এর (Downdetector) তরফে জানানো হয়, ব্যবহারকারীদের অভিযোগ থেকে মনে হচ্ছে যে হোয়্যাটসঅ্যাপে সমস্যা হয়েছে। পরে অনেকেই দাবি করেন, শুধু হোয়্যাটসঅ্যাপ নয়, ব্যাহত হয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম সেবা।

আরও পড়ুন -  Bikini: কোচবিহারের তনয়া মৌনি বিকিনিতে আগুন লাগালেন, ভাইরাল পোস্ট

 বিশ্বের বিভিন্ন প্রান্তের নেটিজেনদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক খুলছে না। অ্যাকাউন্ট খুলতে গেলে পেজ লোড হচ্ছে না। বলা হচ্ছে, ‘এই সাইটে পৌঁছানো যায়নি’ (This site can’t be reached)।

আরও পড়ুন -  China Bans: চীনের নিষেধাজ্ঞা, তাইওয়ানের ৭ কর্মকর্তার ওপর