Samantha Akkineni: খোরপোশ বাবদ ৫০ কোটি টাকা পাচ্ছেন সামান্থা

Published By: Khabar India Online | Published On:

 সংসারজীবনের ইতি টেনেছেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। সামাজিক পাতায় এক যৌথ বিবৃতিতে স্বামী অভিনেতা নাগা চৈতন্য ও সামান্থা দুজনেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, এই বিবাহবিচ্ছেদের ফলে নাগা চৈতন্যের কাছ থেকে ভরণপোষণ বা খোরপোশ বাবদ ৫০ কোটি টাকা পাচ্ছেন সামান্থা। দু-এক মাসের মধ্যে আইনগত সব প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুন -  ঘোমটা, জিনস বা হিজাব কী পরবে সেটা নারীর অধিকারঃ প্রিয়াঙ্কা

২০১৭ সালের ৭ অক্টোবর দীর্ঘদিন প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন নাগা চৈতন্য ও সামান্থা।

সম্প্রতি সামান্থা অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমের ব্যাপক সাফল্য পায়। পত্রপত্রিকার খবর, সামান্থার হাতে রয়েছে দুটি তামিল সিনেমা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।

আরও পড়ুন -  রৌদ্রতাপ উপেক্ষা করে ভোট প্রচারে ব্যাস্ত আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ