ইকুয়েডরে একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১১৬ জন। স্থানীয় সময় মঙ্গলবার, গুয়াকিল শহরের কারাগারে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে আহত হয়েছে ৮০ জনেরও বেশি। সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।
অন্তত পাঁচ জনকে শিরশ্চেদ করে হত্যা করা হয়েছে। বাকিরা নিহত হয়েছে বন্দুক হামলায়।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষের সময় বন্দিরা গ্রেনেড ব্যবহার করেছে। এরপর চারশ পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
ইকুয়েডরের ইতিহাসে কারাগারে এর আগে এত বড় হিংসা আর হয়নি। এই কারাগারে আন্তর্জাতিক মাদক পাচারকারী সদস্যদের রাখা হত।
এর আগে ফেব্রুয়ারিতে কারাগারে সংহিসতার ঘটনায় নিহত হয়েছিল ৭৯ জন। সূত্রঃ বিবিসি