Ecuador: ইকুয়েডরে কারাগারে নিহত প্রায় ১১৬ জন

Published By: Khabar India Online | Published On:

ইকুয়েডরে একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১১৬ জন। স্থানীয় সময় মঙ্গলবার, গুয়াকিল শহরের কারাগারে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে আহত হয়েছে ৮০ জনেরও বেশি। সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

আরও পড়ুন -  Motorbike: মোটর বাইক না দেওয়ায়, স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ

অন্তত পাঁচ জনকে শিরশ্চেদ করে হত্যা করা হয়েছে। বাকিরা নিহত হয়েছে বন্দুক হামলায়।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষের সময় বন্দিরা গ্রেনেড ব্যবহার করেছে। এরপর চারশ পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

আরও পড়ুন -  IPL 2023: আইপিএলের সময়সূচীতে সিলমোহর পড়লো, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই তারিখে

ইকুয়েডরের ইতিহাসে কারাগারে এর আগে এত বড় হিংসা আর হয়নি। এই কারাগারে আন্তর্জাতিক মাদক পাচারকারী সদস্যদের রাখা হত।

 এর আগে ফেব্রুয়ারিতে কারাগারে সংহিসতার ঘটনায় নিহত হয়েছিল ৭৯ জন। সূত্রঃ বিবিসি

আরও পড়ুন -  WWE ম্যাচ দিল্লি মেট্রোর ভিতরেই, মহিলাদের এই রকম লড়াই দেখে যাত্রীরা চমকে গেলেন ( Viral Video)