কণ্ঠশিল্পী ও সাংসদ মমতাজ বেগমের মা উজালা বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় বেগম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে উজালা বেগমকে স্বামীর কবরের পাশে সমাহিত করা হবে।
উজালা বেগম দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা চলাকালীন চার দিন আগে তার করোনা শনাক্ত হয়। এছাড়াও নিউমোনিয়াতে আক্রান্ত হন তিনি।
বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পীদের মধ্যে মমতাজ অন্যতম। শ্রেষ্ঠ শিল্পী হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। তাছাড়া তিনি দুবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ হয়েছেন।