তালেবান নেতৃত্বাধীন সরকারের মনোনীত প্রতিনিধি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন না। উৎখাত হওয়ার সরকারের মনোনীত আফগান দূত সোমবার ভাষণ দেবেন। শুক্রবার জাতিসংঘের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
জাতিসংঘের মুখপাত্র স্টেফানি দুজারিক বলেন, আপাতত আফগানিস্তানের প্রতনিধি হিসেবে গুলাম এম. ইসাকজাইয়ের নাম তালিকাভুক্ত রয়েছে। তালেবান দ্বারা উৎখাত হওয়া আফগান সরকারের প্রতিনিধি হিসেবে ইসাকজাই জাতিসংঘে নিযুক্ত ছিলেন।
তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গত সোমবার জাতিসংঘে বিশ্বনেতাদের সামনে তাদের মনোনীত প্রার্থীকে ভাষণ দেওয়ার সুযোগ দিতে আহ্বান জানান। এজন্য তালেবান তাদের দোহাভিত্তিক মুখপাত্র সুহাইল শাহীনকে আফগানিস্তানের জাতিসংঘ দূত হিসেবে মনোনয়ন দেয়।
জাতিসংঘের অ্যাক্রিডিটেশন নয় সদস্যের একটি কমিটি দেখাশোনা করে। এতে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। সাধারণত এই কমিটি অক্টোবর বা নভেম্বরে বৈঠকে বসে। আগামী বৈঠকে জাতিসংঘের বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে মুত্তাকিকে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া হবে কিনা তা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাধারণ অধিবেশনের নিয়ম অনুসারে, নতুন সিদ্ধান্তের আগ পর্যন্ত আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে ইসাকজাই বহাল থাকবেন। ছবিঃ সংগৃহীত।