Durga Pujo: এ বছরের থিম সৃজনী, বালুরঘাট শহরের শিবতলীর ক্লাবের

Published By: Khabar India Online | Published On:

নগরায়নের জন্য বেড়েই চলছে অরণ্য ধ্বংসের প্রক্রিয়া। সেই কারণে এর প্রতিবাদে গাছ বাঁচানোর দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের শিবতলী ক্লাবের এ বছরের দূর্গা পূজার থিম করা হচ্ছে “সৃজনী” শিবতলী ক্লাবের একজন সদস্য প্রীতম মন্ডল জানিয়েছেন, বালুরঘাটের এই ক্লাবের পুজো আটচল্লিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে। তার পাশাপশি এই বছরই তারা গাছ বাঁচানোর বার্তা দেবে সাধারণ মানুষকে। তাই এবার পুজোয় শিবতলী ক্লাব ফেলে দেওয়া বিভিন্ন গাছের অংশ দিয়ে তাদের পুজো মন্ডপ সাজাবে বলে ক্লাব সূত্রে জানা গেছে। এছাড়াও তারা জানান গাছমাতৃকা রূপেই এবার দেবী দুর্গাকে পুজিত করা হবে। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে জানা গিয়েছে, মন্ডপের চারদিক খোলা রাখা হবে কোভিড বিধিকে মাথায় রেখে। আর গাছ গাছালি থাকা মানেই সেই গাছের শাখা প্রশাখাতেই গড়ে ওঠে পাখিদের আশ্রয়স্থল। তাই মন্ডপটি বিভিন্ন পাখির বাসা দিয়ে সাজানো হবে বলেও জানিয়েছেন তারা। কয়েক মাস আগেই মৃত্যু মিছিল দেখা গেছিলো করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে গোটা ভারতবর্ষে। বহু মানুষ মারা গেছেন অক্সিজেনের অভাবে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও বৃক্ষছেদন রোধ করা আবশ্যিক তা মানুষ বুঝতে পেরেছে। আর সেই বৃক্ষরোপণের বার্তা নিয়েই শিবতলী ক্লাবের এবছরের পুজো।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী ১৫ ই ডিসেম্বর কচ্ছ সফর করবেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন