ফারুকী-ফারিয়া, জিমে একসাথে !

Published By: Khabar India Online | Published On:

নুসরাত ফারিয়া নিয়মিত জিম করেন সবারই জানা। কারণ প্রায়ই তিনি ফেইসবুকে শরীরচর্চার ছবি পোস্ট করেন। তবে এবার তার সঙ্গে রয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এমন একটি ছবি ফেইসবুকে পোস্ট করেছেন নুসরাত।

আরও পড়ুন -  বরাকরে জঙ্গলে মৃতদেহ উদ্ধার

ছবিটি দেখে প্রথমে খটকা লাগলেও পরে জানা যায় একটি বিজ্ঞাপনের শুটিংয়ের প্রয়োজনে দুজনকে শরীরচর্চা কেন্দ্রে যেতে হয়েছে।

নুসরাত জানান, এটি চালডাল অনলাইন শপের টিভিসির কাজ। একসঙ্গে চারটি টিভিসি হচ্ছে তাকে নিয়ে। সবগুলোই নির্মাণ করছেন মোস্তফা সরয়ার ফারুকী।

আরও পড়ুন -  Nusrat Jahan: স্পোর্টস ব্রা-তে হট লুকে ঈশানের মাম্মা

৭ বছর পর মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কাজ করছেন নুসরাত ফারিয়া। তাদের প্রথম কাজ ছিলো বাংলা লিংকের একটি বিজ্ঞাপন। এই নির্মাতার ইউনিটে ফিরে বেশ উচ্ছ্বসিত ফারিয়া।

আরও পড়ুন -  অযথা বাড়ির বাইরে না বেরোনোর প্রচার চালানো হচ্ছে প্রতিদিন, সচেতনতায় সারেঙ্গা ব্লক