চারু-বাক
একদিন অন্তহীন পথ ধরে
হেঁটে যাবো ফাগুন দুপুরে
তোমার চোখের পানে,
ঝিরিঝিরি বাতাস
কানে কানে গুঞ্জরণে
বলে যাবে আমার কথা
তোমায় আনমনে।
তবু তুমি জানি
চাহিবে না পিছু ফিরে।
দূর হতে আরো দূরে
হেঁটে চলে যাবে,
আমার একেলা বেলা
শূন্যতর করে।
তারপর বিভ্রমে নিশীথে
মনে পড়ে যাবে দু’জনারই,
সে কোন কাহারে
এসেছি ফেলিয়া পিছে
নিজেরই অজান্তে।
তাই আজও বিরহ কোকিল
ডাকে বনে বনে,
ফুল ফোটা মিলন প্রহর
প্রহসনে ভরে দিয়ে,
মনের আঙিনা কোনে
খুব গোপনে সঙ্গোপনে।