লেহ্ -এর দিহারে ডিআরডিও-র কোভিড-১৯ নমুনা পরীক্ষা কেন্দ্র স্থাপন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) লেহ্-ভিত্তিক ডিফেন্স ইন্সটিটিউট পফ হাই অলটিটিউট রিসার্চ প্রতিষ্ঠানে একটি কোভিড-১৯ নমুনা পরীক্ষা কেন্দ্র গড়ে তুলেছে। কেন্দ্রশাসিত লাদাখে চিহ্নিত করোনা আক্রান্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষার হার বাড়াতে এই কেন্দ্রটি সাহায্য করবে। এছাড়াও, সংক্রমিত ব্যক্তিদের ওপর তীক্ষ্ণ নজর রাখার ক্ষেত্রেও এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদে সুরক্ষা মান ও নীতি-নির্দেশিকা মেনে এই নমুনা পরীক্ষা কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। লাদাখের উপ-রাজ্যপাল শ্রী আর কে মাথুর গতকাল এই কেন্দ্রটি উদ্বোধন করেন।

আরও পড়ুন -  সাহসী ওয়েব সিরিজ, দরজা বন্ধ করে দেখুন, OTT - তে জামাইয়ের সঙ্গে রগরগে রোম্যান্স!

দিহারের এই নমুনা পরীক্ষাগারে দৈনিক ৫০টি কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা সম্ভব। এছাড়াও, এই নমুনা পরীক্ষাগারকে কোভিড নমুনা পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার কাজেও ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন -  Resorts: সমস্ত রিসর্টগুলির ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করল বন দফতর

দিহারে এই কেন্দ্রটির উদ্বোধন উপলক্ষে উপ-রাজ্যপাল শ্রী মাথুর কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ডিআরডিও-র প্রয়াসগুলির প্রশংসা করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন দপ্তরের সচিব ডঃ জি সতীশ রেড্ডি’কে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই কেন্দ্রটি সংক্রমিত ব্যক্তিদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুন -  মুখে কুলুপ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, “কার টাকা? কে ষড়যন্ত্র করছে?” ইডির প্রশ্ন

এরপর, উপ-রাজ্যপাল নমুনা পরীক্ষাগারটি ঘুরে দেখেন এবং এই নমুনা পরীক্ষাগারের বিভিন্ন ব্যবস্থা ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।

দিহারের এই গবেষণাগারটি শৈত শুষ্ক কৃষি-প্রাণী সংক্রান্ত প্রযুক্তি পরিচালিত ডিআরডিও-র অন্যতম একটি জীব বিজ্ঞান গবেষণাগার। সূত্র – পিআইবি।