37 C
Kolkata
Friday, May 17, 2024

VAT: প্রথম বারের মতো ভ্যাট দিল আমাজন, বাংলাদেশকে

Must Read

 আমাজন প্রায় ৫৩ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিল। এই প্রতিষ্ঠান প্রথমবারের মতো মাসিক রিটার্ন সরকারি কোষাগারে ভ্যাট জমা দিল।

ফেসবুক ও গুগলের পর আমাজনও এ দেশে ভ্যাট দিল। অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে এসব বৈশ্বিক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো রিটার্ন দিয়ে ভ্যাট দেওয়া শুরু করল।

আরও পড়ুন -  Hackers: হ্যাকারদের নজরে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা

 সোনালী ব্যাংকের মাধ্যমে ৫২ লাখ ৯৭ হাজার ৭৮০ টাকা ভ্যাটের টাকা জমা দিয়েছে আমাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন।

 গত মাসে প্রথমবারের মতো কোনো অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভ্যাট রিটার্ন দিয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছিল। চলতি মাসেই বৈশ্বিক আরেক প্রতিষ্ঠান গুগল ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে।

আরও পড়ুন -  Temple: উপযুক্ত শাস্তি, মন্দিরে হামলায় জড়িতদের

এই সেবা নিয়ে গ্রাহকেরা ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকে। তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখেন। ভ্যাট কেটে না রাখলে বাংলাদেশ ব্যাংক বিদেশে ওই প্রতিষ্ঠানের অর্থ পাঠানোর অনুমতি দেয় না। ভ্যাট নিবন্ধন নেওয়ার ফলে প্রতিষ্ঠান কত টাকার সেবা বিক্রি করেছে, সেই তথ্যসহ যাবতীয় আয়-ব্যয়ের তথ্য জানিয়ে ভ্যাট রিটার্ন দিতে হবে।

আরও পড়ুন -  Cricketer: ক্রিকেটার আল আমিন, স্থায়ী জামিন পেলেন

Latest News

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা।  তা হলে এটা সত্যি হলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img