VAT: প্রথম বারের মতো ভ্যাট দিল আমাজন, বাংলাদেশকে

Published By: Khabar India Online | Published On:

 আমাজন প্রায় ৫৩ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিল। এই প্রতিষ্ঠান প্রথমবারের মতো মাসিক রিটার্ন সরকারি কোষাগারে ভ্যাট জমা দিল।

ফেসবুক ও গুগলের পর আমাজনও এ দেশে ভ্যাট দিল। অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে এসব বৈশ্বিক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো রিটার্ন দিয়ে ভ্যাট দেওয়া শুরু করল।

আরও পড়ুন -  এফএসএসএআই ভারতীয় রেলের চন্ডীগড় রেল স্টেশনকে পাঁচ তারা যুক্ত ‘ইট রাইট স্টেশন’ – এর শংসাপত্র দিয়েছে

 সোনালী ব্যাংকের মাধ্যমে ৫২ লাখ ৯৭ হাজার ৭৮০ টাকা ভ্যাটের টাকা জমা দিয়েছে আমাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন।

 গত মাসে প্রথমবারের মতো কোনো অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভ্যাট রিটার্ন দিয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছিল। চলতি মাসেই বৈশ্বিক আরেক প্রতিষ্ঠান গুগল ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে।

আরও পড়ুন -  নীনা গুপ্তাকে রাত কাটানোর প্রস্তাব দিয়েছিলো পরিচালক, আত্মজীবনীতে প্রকাশ

এই সেবা নিয়ে গ্রাহকেরা ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকে। তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখেন। ভ্যাট কেটে না রাখলে বাংলাদেশ ব্যাংক বিদেশে ওই প্রতিষ্ঠানের অর্থ পাঠানোর অনুমতি দেয় না। ভ্যাট নিবন্ধন নেওয়ার ফলে প্রতিষ্ঠান কত টাকার সেবা বিক্রি করেছে, সেই তথ্যসহ যাবতীয় আয়-ব্যয়ের তথ্য জানিয়ে ভ্যাট রিটার্ন দিতে হবে।

আরও পড়ুন -  Anticipatory Bail: আগাম জামিন পেলেন মিথিলা, ৮ সপ্তাহের