OMG! বিশ্বে লম্বা চুলের নতুন ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড’করলেন ভারতীয় কন্যা নিলাংশি প্যাটেল

Published By: Khabar India Online | Published On:

৬ বছর বয়সে শেষবারের মতো চুল কেটেছিল ভারতের গুজরাটের নিলাংশি প্যাটেল। কিন্তু সেই হেয়ারকাট তার এতটাই অপছন্দ হয়েছিল যে, সে আর কোনো দিন চুল কাটবে না বলেই ঠিক করেছিল। তারপর থেকেই সে চুল লম্বা করতে শুরু করে।

২০১৮ সালে ২১ নভেম্বর ১৬ বছর বয়সে ১৭০ দশমিক ৫ দশমিক বা ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা চুল নিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারী হিসেবে স্বীকৃতি পায়।

আরও পড়ুন -  Life Insurance: ২০ টাকায় পেয়ে যাবেন ২ লাখ টাকার বীমা, কিভাবে? জানুন তারপর আবেদন করুন

এরপর কেটে গেছে আরো এক বছরের বেশি সময়। এর মধ্যে র‌্যাপুনজেল হিসেবেখ্যাত সেই নিলাংশির চুল বেড়ে হয়েছে ১৯০ সেন্টিমিটার বা ছয় ফুট।

সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সদস্যরা নতুন করে নিলাংশির চুলের আকৃতি মেপে নতুনভাবে লম্বা চুলের রেকর্ডধারীর স্বীকৃতি দেন তাকে। লম্বা চুলের অধিকারী নিলাংশি বর্তমানে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন।

আরও পড়ুন -  Pervez Musharraf: পারভেজ মুশারফ, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রয়াত

তিনি জানান, ভবিষ্যতে তিনি একজন সফটওয়্যার প্রকৌশলী হতে চান। চুল নিয়ে নিলাংশি আরো অনেক রেকর্ড গড়ার স্বপ্ন দেখছেন। কিশোরীবেলার মতো বড় হয়েও তিনি লম্বা চুলের অধিকারী হিসেবে বিশ্বরেকর্ড ধরে রাখতে চান। সূত্র : এনডিটিভি

আরও পড়ুন -  Intel: ইন্টেল, রাশিয়ায় ব্যবসা করবে না

পিডিএসও/তাজ