আজ সোনা-রুপো, পেট্রোল-ডিজেল ও গ্যাসের দাম কত? একঝলকে দেখেনিন বাজারদর

Published By: Khabar India Online | Published On:

প্রতিদিনিই ওঠা -পড়া করে চলে পেট্রল -ডিজেল ও সোনা -রুপোর দাম। সেই সাথে নজর রাখতে হয় বাড়ির হেঁশেলের প্রধান জিনিস গ্যাস সিলিন্ডারের। তাই প্রতিদিনের বাজার দর দেখেনিন এক ঝলকে –

কলকাতার বাজারে আজ ২২ ক্যারেট সোনার (22 caret gold) দাম কমেছে। আজ ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হলো ৪৬০১ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৬৮০৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৬০১০ টাকা, ১০০ গ্রাম সোনার গ্রাম ৪৬০১০০ টাকা৷

আরও পড়ুন -  Horoscope: আসতে পারে প্রেমে আকস্মিক মোড় এই রাশির জাতকদের, দেখে নিন আজকের রাশিফল কি বলছে

কলকাতায় ২৪ ক্যারেট সোনার(24 caret gold) ১ গ্রামের দাম ৪৭০১ টাকা, ৮ গ্রামের দাম ৩৭৬০৮ টাকা, ১০ গ্রামের দাম ৪৭০১০ টাকা, ১০০ গ্রামের দাম ৪৭০১০০।

আরও পড়ুন -  Gas Cylinder: সাধারণ মানুষ খুশি হবেন সরকারের বড় সিদ্ধান্তে, গ্যাস সিলিন্ডার নিয়ে

আজ রুপোর দাম প্রতি গ্রাম ৬৩.৪০ টাকা। প্রতি ৮ গ্রাম ৫০৭.২০ টাকা। প্রতি ১০ গ্রাম ৬৩৪ টাকা । প্রতি ১০০ গ্রামে ৬৩৪০ টাকা। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬৩৪০০ টাকা হয়েছে।

আরও পড়ুন -  CBI নাকাল, অনুব্রত মণ্ডলের বেনামী সম্পত্তির হদিশ পেতে

আজ কলকাতার বাজারে পেট্রোলের দাম লিটার প্রতি ১০১.৬২ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৭১ টাকা। রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডার (১৪.২ কেজি) ৯১১ টাকা।