Apple-আই ফোন, ম্যাকবুক-এর পর অ্যাপলের নতুন চমক, বাজারে আসছে এবার অ্যাপলের ই-কার

Published By: Khabar India Online | Published On:

কোনো কোম্পানির সহযোগিতা ছাড়াই একাই বাজারে ইলেকট্রিক গাড়ি আনবে অ্যাপল। ই-কার তৈরির জন্য মার্সিডিজের দুইজন প্রকৌশলীকে নিয়োগও দেয়া হয়েছে। মার্সিডিজের মাস প্রোডাকশনের বিষেয়ে জ্ঞান রয়েছে এই দুই প্রকৌশলীর। এছাড়াও গাড়ির সফটওয়্যার ও প্রজেক্ট ম্যানেজমেন্টের বিষয়েও অভিজ্ঞ এরা। তাই এদের ওপর অনেকটাই ভরসা করেছে কোম্পানি।

আরও পড়ুন -  ৬৩তম স্থান অর্জন করেছে

বর্তমানে অ্যাপল কার প্রোডাক্ট ডিজাইনে কাজ করছেন ওই দুই অটোমোবাইল বিশেষজ্ঞ। ফলে শিগগিরই আলোর মুখ দেখছে অ্যাপলের ই-কার।

যদিও টেক পোর্টালগুলো বলছে ২০২৫-২৭ সালের আগে নিজেদের ইলেকট্রিক কার লঞ্চ করতে পারবে না অ্যাপল। অন্তত সেই কথাই বলছেন বিশ্বস্ত অ্যাপল অ্যানালিস্ট মিং-চি কোও। তার মতে, এখনও গাড়ির স্পেসিফিকেশন নিশ্চিত করতে পারেনি কোম্পানি। তাই এই গাড়ি বাস্তবের মুখ দেখতে অনেক দেরি হবে। ২০২৮ সালের পরেও এই গাড়ি রাস্তায় না নামতে পারে।

আরও পড়ুন -  Google: টেক জায়ান্ট গুগল, খরচ কমানোর ঘোষণা