34 C
Kolkata
Saturday, May 4, 2024

অবৈধখাদান ডোজারিং করে বন্ধ করা হলো

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বারাবনি ব্লকের অন্তর্গত ইসিএল এর সালানপুর এরিয়ার গৌরান্ডি ও সি পি সংলগ্ন রানাপাড়া ও বৈষ্ণবপাড়া এলাকায় কয়েক বছর ধরে চলে আসা অবৈধ খাদানগুলি বন্ধ করে দেওয়া হলো।
আজ সকালে সালানপুর ইসিএল কর্তৃপক্ষ,টাস্ক ফোর্স,সি আই এস এফ, ইসিএলের সুরক্ষা কর্মী ও বারাবনি পুলিশ একত্রিত হয়ে ডোজারিং করে অবৈধ খাদান গুলি বন্ধ করে দেয় এবং মাটি ভরার কাজ শুরু করে।
গৌরান্ডি ওসিপি কর্তৃপক্ষ জানান এই এলাকায় স্থানীয় কিছু মানুষজন অবৈধ খাদান করে কয়লা তুলে নিচ্ছিলেন।
যার ফলে বেশিরভাগ সময় এলাকায় ধস দেখা দেয়। এই ডোজারিং এর সময় উপস্থিত ছিলেন গৌরান্ডি ওসিপির ম্যানেজার সন্দীপ কুন্ডু, সালানপুর এরিয়ার এস আই দিলীপ প্রসাদ, সি আই এস এফ ইনচার্জ প্রদীপ বলহার, সহ অনেকে।

আরও পড়ুন -  Pathan: ‘পাঠান’ মুক্তির রেকর্ড, বিশ্বের ১০০ দেশে

Latest News

Bhojpuri: এবার নিরহুয়াকে বাদ দিয়ে পবন সিংয়ের সাথে রোমান্স করে নিলেন আম্রপালি, এই সব দেখে ঘামছেন নেটদর্শকরা

Bhojpuri: এবার নিরহুয়াকে বাদ দিয়ে পবন সিংয়ের সাথে রোমান্স করে নিলেন আম্রপালি, এই সব দেখে ঘামছেন নেটদর্শকরা।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img