Horoscope: আজ ১২ই সেপ্টম্বর, রাশিফল দেখুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ১২ই সেপ্টম্বর (২৬শে ভাদ্র) রবিবার রাশিফল।

মেষঃ আজ কোনো কারণে বদনাম হওয়ার সম্ভাবনা আছে। চোখ কান খোলা রেখে কাজ করুন। ভেঙে পড়বেন না মন ও মাথা শান্ত রাখুন। প্রতিদিন যোগাভ্যাস করুন।

বৃষঃ আজ আপনার অফিসে কাজের চাপ বাড়তে পারে। আপনি মানসিক অবসাদে ভুগতে পারেন। মন শান্ত রেখে প্রতিদিন যোগাভ্যাস করুন। নিজের প্রতি খেয়াল রাখুন।

মিথুনঃ আজ আপনার দিনটি বেশ ভালো। ভালো কাজের জন্য প্রবীণ মানুষের কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। ইতিবাচক ভাবনা চিন্তা করুন।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৫শে আগস্ট, রাশিফল কি বলছে ?

কর্কটঃ আজ আপনার দিনটি বেশ সুখকর। কাজের জায়গায় প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায়ে উন্নতি হতে পারে। কাজের জায়গায় প্রশংসিত হতে পারেন।

সিংহঃ আজ কোনো রাজনৈতিক বিবাদে জড়িয়ে যেতে পারেন। রাজনৈতিক মহল থেকে এড়িয়ে যেতে পারেন। মন দিয়ে কাজ করুন। দিনটি খুব একটা ভালো নয়।

কন্যাঃ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ পাবেন। মনের মানুষের সাথে সময় কাটান।

আরও পড়ুন -  ফ্রেঞ্চ ফ্রাই ঘরে করে দেখুন টেস্টি

তুলাঃ আজ কাছের কোনো মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারেন। দেখে শুনে বন্ধু করুন। সহজে সকলকে বিশ্বাস করবেন না।  আজ দিনটি খুব একটা ভালো যাবেনা।

বৃশ্চিকঃ আজ আপনি বাতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। সকালে হাঁটতে বেরোন। বাতের ব্যথার জন্য ভালো কোথাও চিকিৎসা করান।

ধনুঃ আজ আপনি সাধারণ মানুষের হয়ে কাজ করবেন। জনসেবায় সারাদিন ব্যস্ত থাকবেন। মন দিয়ে নিজের কাজ করুন। পাশাপাশি নিজের খেয়াল রাখতে ভুলবেন না।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৯ শে সেপ্টেম্বর রাশিফল দেখুন

মকরঃ আজ কোনো কারণে অসন্তুষ্ট থাকতে পারেন। বেশি চিন্তা ভাবনা না করে মাথা ঠান্ডা রাখুন। মন শান্ত রাখতে প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

কুম্ভঃ আজ অন্যায় কিংবা অবিচারের শিকার হতে পারেন। ভাই-ভাই দ্বন্দ্ব কিংবা সম্পত্তি নিয়ে বোঝাপড়ার সঠিক দিন আজ নয়। সমস্যা দেখলে এড়িয়ে চলুন। সাবধানে থাকুন।

মীনঃ আজ কোনো কাছের মানুষের সাথে কোনো কারণে দুরত্ব বৃদ্ধি হতে পারে। মন শান্ত রাখুন। ভেঙে পড়বেন না। মন ভালো করতে যোগাভ্যাস করুন।