দেশ জুড়ে নিউজ অন এআইআর লাইভ স্ট্রিমিং-এর ক্রমতালিকা, প্রাপ্ত বয়স্কদের কাছে জনপ্রিয় হয়েছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন,নয়াদিল্লিঃ   নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে আকাশবাণীর অনুষ্ঠান পুনে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই এবং কোচিতে কর্মরত ব্যক্তিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ৭৫ শতাংশ মানুষ আকাশবাণীর লাইভ স্ট্রিমিং-এ অনুষ্ঠান শুনে থাকেন। এদের বয়স ২৫-৬৪র মধ্যে। বড় বড় শহরগুলির জন বিন্যাসের নিরিখে নিউজ অন এআইআর-এর ক্রমতালিকা তৈরির ক্ষেত্রে এটি নতুন সংযোজন।

আরও পড়ুন -  বস্ত্র রপ্তানী উন্নয়ন পরিষদকে রপ্তানীর পরিমাণ দ্বিগুণ করার আহ্বান জানালেন নিতীন গড়করি

ক্রমতালিকা অনুযায়ী আকাশবাণীর নিউজ অন এআইআর-এর অনুষ্ঠান চেন্নাই এবং আমেদাবাদ শহরে আরও বেশি জনপ্রিয় হয়েছে। এই দুটি শহর ক্রমতালিকায় উপরে উঠে এসেছে। অন্যদিকে জাতীয় রাজধানী দিল্লী এবং জয়পুরের তালিকায় অবনমন হয়েছে। রেনবো কান্নারা কামনদিলু দু ধাপ উঠে এসেছে। অন্যদিকে অস্মিতা মুম্বাই এবং এফএম গোল্ড দিল্লী ক্রমতালিকায় নিচে চলে গেছে।

আরও পড়ুন -  Horoscope: আজ ১লা অক্টোবর, রাশিফল দেখুন

আকাশবাণীর নিউজ অন এআইআর অ্যাপে ২৪০টির বেশি বিভাগের অনুষ্ঠান শোনা যায়। এই অ্যাপের মাধ্যমে শুধু ভারতেই নয় পৃথিবীর ৮৫টি দেশে ৮ হাজারের বেশি শহরে অনুষ্ঠানগুলি শোনা যায়। নতুন যে ক্রমতালিকা তৈরি করা হয়েছে সেটি আগস্ট মাসের ১৬-৩১ তারিখ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে বানানো হয়েছে। এই তালিকাটি দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুনঃ-

আরও পড়ুন -  Election: এরদোয়ানের দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পার্লামেন্টে, তুরস্কে

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753847
সূত্রঃ পিআইবি।