সহজ নয় !

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ

সহজ নয় !

আমরা যতটা ভেবে বসি- মেয়েদের চলার পথ ঠিক ততটাও নয় সহজ।
জন্মানোর পরই দেখতে হয় অনেকের ই নেমে থাকা মুখ,
ভবিষ্যতের কথা ভেবে একে একে জড়ো হতে থাকে গহনা,
শেখানো হয় কোনটা ঠিক কোনটা ভুল, আঁকা হয় চারপাশে নির্দিষ্ট গণ্ডী
যে গণ্ডীর বাইরে ছোট্ট পাখিটির উড়তেও মানা,
ঈশ্বরের পাঠানো তার এই নিজের পৃথিবীতে সুরক্ষিত নয় নিজে।
তাই যতটা ভাবি আমরা মেয়েদের চলার পথ ঠিক ততটা ও নয় সহজ।

আরও পড়ুন -  Weather Update: হাওয়া অফিসের আগামী সপ্তাহ নিয়ে বড় পূর্বাভাস, দক্ষিণবঙ্গে চোখরাঙানি ঘূর্ণাবর্তের

কখনো চেহারা, রঙ কখনো ব্যবহারের জন্য শুনতে হয় নানান কথা
মেয়ে বলে কখনো ফেলা হয় আস্তাকুঁড়োয় কখনো হতে হয় নোংরা চোখের শিকার
কখনো সমাজের ভয়ে হজম করে সব
কখনো ঝোঁপের পাশে ছেঁড়া ফাটা লাশ হয়ে ধিক্কার দেয় সমাজকে
মায়ের শিক্ষা থাকে- “সমাজকে পালটানো সম্ভব নয়
তুমি মেয়ে চলাফেরা কোরো সাবধানে।”
তাই যতটা ভাবি আমরা মেয়েদের চলার পথ ঠিক ততটা ও নয় সহজ।

আরও পড়ুন -  Prime Minister Rishi Sunak: রাজা চার্লস, ঋষি সুনাককে প্রধানমন্ত্রী নিযুক্ত করলেন

এক বাড়িতে জন্ম নিয়ে কাটে অনেক গুলো বছর
হঠাৎই এক অপরিচিতের হাত ধরে চলে যেতে হয় অন্য বাড়ি
নিমেষে আপন করে নিতে হয় সেই বাড়ির সব কিছু
তবুও শুনতে হয় -“এটা তোর বাবার বাড়ি নয়”
আর বাবার বাড়ি? – সেখানে শুনতে হয় পরঘরে মেয়েছেলে।
আসলে মেয়েতো- কচু পাতার জলের মতই টলমল তার অস্তিত্ব।
তাই যতটা ভাবি আমরা মেয়েদের চলার পথ ঠিক ততটা ও নয় সহজ।

আরও পড়ুন -  Remembrance Of Martyrs: ২১শে জুলাই শহিদ স্মরণ, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি-র বক্তব্য
তুহিনা সুলতানা। কবি।