খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ জাতীয় স্তরে সুস্থ হয়ে ওঠার হার ৬২.৭২%
সংক্রমিতদের মৃত্যুর হার হ্রাস পেয়ে হয়েছে ২.৪৩%
সক্রিয়, স্থিতিশীল উদ্যোগ এবং যথাযথ নজরদারী ব্যবস্থা ও দেশ জুড়ে পরীক্ষাগারের সংখ্যা বাড়ানোর ফলে উচ্চ হারে কোভিড-১৯ এ সংক্রমিতদের আরোগ্য লাভ নিশ্চিত হয়েছে।গত ২৪ ঘন্টায় ২৪,৪৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ দেশে মোট ৭,২৪,৫৭৭ জন সংক্রমিত সুস্থ হয়ে উঠেছেন। মোট সংক্রমিতের ৬২.৭২ শতাংশ আরোগ্য লাভ করেছেন।
এর ফলে বিশ্বে সব থেকে কম কোভিড সংক্রমিত মারা যাচ্ছেন ভারতে౼২.৪৩%। এই হার ক্রমশ কমছে।
আরোগ্য লাভ করা আর চিকিৎসাধীন সংক্রমিতদের মধ্যে পার্থক্যর পরিমাণ এখন ৩,২২,০৪৮।
কোভিড-১৯-এ চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা ৪,০২,৫২৯ জন।
গত ২৪ ঘন্টায় ৩,৩৩,৩৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরফলে এ পর্যন্ত মোট ১,৪৩,৮১,৩০৩টি নমুনার পরীক্ষা হয়েছে।
সারা দেশে পরীক্ষাগারের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১,২৭৪টি হয়েছে। এর মধ্যে সরকারি পরীক্ষাগার ৮৯২ এবং বেসরকারি পরীক্ষাগার ৩৮২টি। রিয়েল টাইম আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৯৮টি সরকারি পরীক্ষাগারে এবং ২৫৩টি বেসরকারি পরীক্ষাগারে অর্থাৎ মোট ৬৫১টি পরীক্ষাগারে, ৪৫৭টি সরকারি পরীক্ষাগার এবং ৫৯টি বেসরকারি পরীক্ষাগার অর্থাৎ মোট ৫১৬টি পরীক্ষাগারে ট্রুন্যাট-এর মাধ্যমে এবং ৩৭টি সরকারি ও ৭০টি বেসরকারি পরীক্ষাগারে অর্থাৎ মোট ১০৭টি পরীক্ষাগারে সিবিন্যাট-এর মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
কোভিড-১৯ এর বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্যের জন্য এবং এই মহামারী প্রতিরোধের বিষয়ে যে সব নির্দেশিকা জারি করা হয়েছে তা জানতে https://www.mohfw.gov.in/ লিঙ্কটি ক্লিক করুন। অথবা ট্যুইটার হ্যান্ডেল @MoHFW_INDIA.-এর সাহায্য নিতে পারেন।
কোভিড-১৯ এর বিষয়ে কোন জিজ্ঞাস্য থাকলে technicalquery.covid19@gov.in অথবা ncov2019@gov.in – এই দুটি ই-মেলে যোগাযোগ করা যাবে। ট্যুইটার হ্যান্ডেল @CovidIndiaSeva-এ ও প্রশ্ন করা যাবে।
এছাড়াও +৯১-১১-২৩৯৭ -৮০৪৬ অথবা নিঃশুল্ক নম্বর ১০৭৫ এ ফোন করা যাবে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড–১৯ সংক্রান্ত হেল্প লাইন নম্বরগুলির তালিকা পেতে চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf
সূত্র – পিআইবি।