টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রাস্তার সংস্কার পানীয় জলের দাবি ও নিকাশি ব্যবস্থার উন্নতির দাবিতে আসানসোল পুরনিগমে বাম কর্মী সমর্থকদের বিক্ষোভ ৷ বুধবার আসানসোল পুরনিগমে ৪৩ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের নিয়ে সিপিআই(এম) এর কর্মী সমর্থকেরা রাস্তার বেহাল দশা, পর্যাপ্ত পানীয় জলের দাবী ও প্রতিদিন এলাকার আবজর্না সরিয়ে নিকাশি ব্যবস্থা উন্নতির দাবিতে এক বিক্ষোভ প্রদর্শন করে ৷ বিক্ষোভ শেষে আসানসোল পুরনিগমের বর্তমান প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির হাতে এক স্মারকলিপি তুলে দেয় বাম কর্মী সমর্থকেরা ৷
এই বিষয়ে মৈত্রেয়ী দাস বলেন, দীর্ঘদিন ধরেই এলাকার রাস্তাঘাট বেহাল দশায় পৌঁছে গিয়েছে ৷ এলাকায় পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে না ৷ একই সাথে পানীয় জল সরবরাহের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই ৷ শহরে গ্রীন সিটি ক্লিন সিটি প্রকল্প চালু থাকলেও এলাকার আবর্জনা ও ডাস্টবিন পরিষ্কার করা হয়না ৷ নিকাশি ব্যবস্থার উন্নতি করা হয়নি ৷ এর ফলে এক নরক যন্ত্রনায় রয়েছে স্থানীয় অধিবাসীরা ৷ স্থানীয়দের দাবি মেনে সিপিআই(এম) এর নেতৃত্বে বাম কর্মী সমর্থকদের সাথে আসানসোল পুরনিগমে এক স্মারকলিপি জমা দেওয়া হয়েছে ৷ তবে পুর প্রশাসক অমরনাথ চ্যাটার্জি বিষয়গুলি খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ৷