Demanding: রাস্তার সংস্কার, পানীয় জলের দাবি ও নিকাশি ব্যবস্থার উন্নতির দাবিতে, বাম কর্মী সমর্থকদের বিক্ষোভ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   রাস্তার সংস্কার পানীয় জলের দাবি ও নিকাশি ব্যবস্থার উন্নতির দাবিতে আসানসোল পুরনিগমে বাম কর্মী সমর্থকদের বিক্ষোভ ৷ বুধবার আসানসোল পুরনিগমে ৪৩ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের নিয়ে সিপিআই(এম) এর কর্মী সমর্থকেরা রাস্তার বেহাল দশা, পর্যাপ্ত পানীয় জলের দাবী ও প্রতিদিন এলাকার আবজর্না সরিয়ে নিকাশি ব্যবস্থা উন্নতির দাবিতে এক বিক্ষোভ প্রদর্শন করে ৷ বিক্ষোভ শেষে আসানসোল পুরনিগমের বর্তমান প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির হাতে এক স্মারকলিপি তুলে দেয় বাম কর্মী সমর্থকেরা ৷

আরও পড়ুন -  চরম সিদ্ধান্ত নিলেন এক গৃহবধূ স্বামীর থেকে সুখ না পেয়ে, বাচ্চাদের সামনে একদম এই সিরিজটি দেখা যাবে না

এই বিষয়ে মৈত্রেয়ী দাস বলেন, দীর্ঘদিন ধরেই এলাকার রাস্তাঘাট বেহাল দশায় পৌঁছে গিয়েছে ৷ এলাকায় পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে না ৷ একই সাথে পানীয় জল সরবরাহের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই ৷ শহরে গ্রীন সিটি ক্লিন সিটি প্রকল্প চালু থাকলেও এলাকার আবর্জনা ও ডাস্টবিন পরিষ্কার করা হয়না ৷ নিকাশি ব্যবস্থার উন্নতি করা হয়নি ৷ এর ফলে এক নরক যন্ত্রনায় রয়েছে স্থানীয় অধিবাসীরা ৷ স্থানীয়দের দাবি মেনে সিপিআই(এম) এর নেতৃত্বে বাম কর্মী সমর্থকদের সাথে আসানসোল পুরনিগমে এক স্মারকলিপি জমা দেওয়া হয়েছে ৷ তবে পুর প্রশাসক অমরনাথ চ্যাটার্জি বিষয়গুলি খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন -  কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ২০২০’র স্থাপত্যবিদ্যা শিক্ষাসংক্রান্ত নিয়মাবলীর ন্যূনতম মানদণ্ডের সূচনা করেছেন