স্নান

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ

স্নান

কবি হিসেবে তোমার যথেষ্ট সুনাম
ইশারায় কথা বলাও অক্ষরদের

অঙ্গুলিসংকেত পেলেই হাতে উঠে আসে রাজদন্ড।

তুমি এখন রাজাধিরাজ।

সবটাই বুঝি জানতে অথবা জানাতে হবে!

আরও পড়ুন -  Urfi Javed: উর্ফি জাভেদের গোপন কথা ফাঁস !

পাবলিক টয়লেট ভরে ওঠে অশ্রাব্যে
তবুও তো রয়ে যায় কিছু বাকী

গোপন সব ক্ষতের কি হয় উপশম!

তর্ক করবে না প্লিজ
বরং মজুরি বুঝে নিক সঠিক পাওনাগন্ডা

আরও পড়ুন -  UGC: ঘোষণা করল ইউজিসি, করোনা সময়কালে অনলাইনে পাওয়া ডিগ্রী দিয়ে কি চাকরি পাওয়া যাবে?

হৃদয়ের গভীরে এখনো তিরতির বয়ে যায় ঝর্ণা
এসো আজ সেরে নিই অবেলার স্নান।।

জারা সোমা। কবি।