Horoscope: আজ ১লা সেপ্টেম্বর, রাশিফল পড়ুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ১লা সেপ্টেম্বর (১৫ই ভাদ্র) বুধবার রাশিফল।

মেষঃ আজ কাছের আত্মীয়ের শরীর খারাপ হতে পারে। আত্মীয়ের প্রতি যত্নশীল হন। ভালো চিকিৎসা করান। খুব একটা ভালো যাবে না।

বৃষঃ আজ দিনটি বেশ সুখকর হতে পারে। বেশ নাম ডাক হতে পারে। মান মর্যাদা বৃদ্ধি হবে। কাজের জন্য ভালো নাম হবে।

মিথুনঃ আজ কোনো কাজ নিয়ে হয়রানি হতে পারে। সজাক থাকুন । বিরক্ত হয়ে যাবেন না। দিনটি খুব একটা ভালো নয় ।

আরও পড়ুন -  কেন্দ্র জাতীয় বিপর্যয় মোকেন্দ্র জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে (এনডিআরএফ) ব্যক্তি অথবা সংস্থাকে অনুদান দেবার অনুমতি দিয়েছেকেন্দ্র জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে (এনডিআরএফ) ব্যক্তি অথবা সংস্থাকে অনুদান দেবার অনুমতি দিয়েছেকাবিলা তহবিলে (এনডিআরএফ) ব্যক্তি অথবা সংস্থাকে অনুদান দেবার অনুমতি দিয়েছে

কর্কটঃ আজ আপনার দিনটি বেশ ভালো কাটবে। গুণী ব্যক্তিদের উপদেশ আপনার জীবনে শান্তি আসবে । গুনীজনদের কথা শুনে চলুন।

সিংহঃ আপনার কোনো সুপ্ত প্রতিভা প্রকাশ পেতে পারে। মন দিয়ে কাজ করুন। কার্যে সফলতা আসবে । দিনটি ভালো যাবে।

কন্যাঃ আপনার পরিবার ভ্রমণে বাইরে যেতে পারেন। ভ্রমণে কষ্ট পেতে পারেন। ভয় পাবেন না। সাবধানে ঘুরুন। সকলের প্রতি যত্নশীল হন।

তুলাঃ স্বার্থসিদ্ধির জন্য অন্য কেউ আপনার ক্ষতি করতে পারে। সাবধানে থাকুন । পরিবার ছাড়া কারোর পরামর্শ নেবেন না। দিনটি খুব একটা ভালো নয়।

আরও পড়ুন -  Horoscope: আজ ১৩ই অক্টোবর, শুভ মহা অষ্টমী, রাশিফল দেখুন

বৃশ্চিকঃ আজ দিনটি বেশ ভালো। বাড়ি সাজানোর জন্য নতুন জিনিস কিনতে পারেন। বাড়ির জিনিসপত্র কিনুন। বেশি অর্থ খরচ করবেন না।

ধনুঃ প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব ভালো যাবে না।

মকরঃ আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। সাবধানে থাকুন । সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেন না। মাথা ঠান্ডা রাখুন।

আরও পড়ুন -  Horoscope: আজ ২০ই অক্টোবর, রাশিফল দেখুন

কুম্ভঃ আজ আপনার মা বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন । সন্তানদের খেয়াল রাখুন। পরিবারের সকল সদস্যদের যত্নশীল হন। আজ দিনটি খুব একটা সুখকর নয়।

মীনঃ আজ আপনার দিনটি খুব একটা ভালো যাবে না । টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে। অভাব অনটন আসতে পারে। দেখে শুনে কাজ করুন।