একুশে জুলাই অর্থাৎ শহীদ দিবস

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ আলিনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালন করা হল একুশে জুলাই অর্থাৎ শহীদ দিবস। কালিয়াচক এক নম্বর ব্লকের আলিনগর অঞ্চল পার্টি অফিসেই দিনটি পালন করা হয়‌। দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুস্পার্ঘ ও মাল্যদান এবং এক মিনিটের নীরবতা পালনের মধ্যে দিয়ে দিনটি পালন করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। উপস্থিত ছিলেন আলিনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ ওবাইদুল্লাহ, আলিনগর অঞ্চলের প্রধানের স্বামী এসানুল হক সহ অন্যান্যরা। এই বিষয়ে আলিনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ ওবাইদুল্লাহ জানান, ১৯৯৩ সালে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযানে ১৩ জন কংগ্রেস কর্মী শহীদ হন। সেই সকল শহীদের স্মরণে প্রতি বছর ২১ শে জুলাই শহীদ দিবস পালন করা হয় কোলকাতা ধর্মতলায়। কিন্তু এবছর করোনার জেরে ধর্মতলার সমাবেশ বাতিল হয়েছে। তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো প্রতি বুথে শহীদ দিবস পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে একুশে জুলাই উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান এক মিনিটের নীরবতা পালন এবং প্রজেক্টরের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রসারণ এর ব্যবস্থা করা হয় অঞ্চল অফিসে।

আরও পড়ুন -  কি হল গায়ক রূপঙ্করে ? হঠাৎ বাউলের বেশে !