34 C
Kolkata
Sunday, May 19, 2024

আমাদের যোগাযোগ

Must Read

খবরইন্ডিয়াঅনলাইনঃ

আমাদের যোগাযোগ

অনেক ভীড়ে বা নিভৃতে অনেকেই সিরিয়াস বিষয় ছাড়াও সিরিয়াস হয়ে ওঠে।ফেসবুক অনেক কেড়ে নেয় আবার অনেক দেয়ও।
অনেক বন্ধু পেয়েছি,দুই একজন শত্রু পেয়েছি,খুঁজে পেয়েছি হারানো মানুষ। নিজের সময়গুলো বন্ধুদের সাথে ছবিতে ছবিতে ধরে রাখছি যখন তখন।
রেখেছি ছবির এলবামে পুরাতন স্মৃতি।প্রীতির আলোচনা সম্প্রীতি পেয়েছি।লেখালেখিতে শিক্ষানবিশ আমি পেয়েছি অনেক জ্ঞানী শিক্ষক।
সিরিয়াস বিষয় সিরিয়াস থেকেছি।লঘু বিষয়ে কৌতুক প্রিয়।কিছু শিক্ষার্থী যে পাই নি তাও নয়।
সামাজিক এই মাধ্যেম যেমন কখনও কেড়েছে ঘুম।কখনও দিয়েছে ঘুমের বড়ি( কিছু কিছু ভাল সংবাদ)।
যখন ভাল কিছু পাঠে সমৃদ্ধ হতে চেয়েছি,পেয়েছি তাও।যখন ক্লান্তি কাটাতে হাসতে চেয়েছি,পেয়েছি বন্ধুদের পাঠানো হাস্যকৌতুক।
কমেন্ট লাইকের যৌতুক পেয়েছি শব্দে শব্দে বৈবাহিক বন্ধনে।
রন্ধনে যে বিষয় কাঁচা… সে বিষয়ে পাকাপোক্ত রেসিপি পেয়েছি অনেক।এখন অতিসিরিয়াস মানুষদের এই সামাজিক আড্ডায় দেখি নাকের জলে চোখের জলে একাকার সিরিয়াসটাইপ স্ট্যাটাসে ব্যস্ত।
তাদের বলতে ইচ্ছে করে, জীবনকে নেড়ে চেড়ে পুড়ে ঠাণ্ডা করে মলম লাগিয়ে দেখতে হয় সব ভাবে।
বিজ্ঞানী নিউটনের সূত্র বলে,” প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া থাকে।”
ফেসবুক তেমনই।

আরও পড়ুন -  লকডাউন চীনা শহরে, করোনা প্রাদুর্ভাবে
জেবুননেসা হেলেন। বাংলাদেশ, কবি ।

Latest News

ওয়েব সিরিজে রয়েছে রোম্যান্টিক, দারুন জনপ্রিয় হয়েছে, কিন্তু দেখবেন ঘর বন্ধ করে একলা

ওয়েব সিরিজে রয়েছে রোম্যান্টিক, দারুন জনপ্রিয় হয়েছে, কিন্তু দেখবেন ঘর বন্ধ করে একলা।  এই ওয়েব সিরিজ ১৮+উদ্ধের জন্য। আজকের দিনে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img