সস্ত্রীক অভিষেক ব্যানার্জীকে তলব করলো ইডি, তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তলব করেছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। পহেলা সেপ্টেম্বর রুজিরা ও তেশরা সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা এএনআই তরফ থেকে অফিশিয়ালি এই ব্যাপারটি জানানো হয়েছে। অন্যদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পিনকন কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য অভিষেকের আইনজীবী সঞ্জয় বসুকে ডেকে পাঠিয়েছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন -  অমিত শাহকে কি হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ?

তৃণমূল কংগ্রেস মুখপাত্র, রাজ্য সম্পাদক কুনাল ঘোষ দাবি করেছেন, ‘বিজেপি ষড়যন্ত্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছে। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে শাখা সংগঠন হিসেবে ব্যবহার করছে বিজেপি।’ শুধু তাই নয়, এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে দপ্তরে। এর ফলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন -  এমবাপ্পের হ্যাটট্রিক

বিধানসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার স্ত্রী রুজিরা কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই কর্তৃপক্ষ। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বোনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলেও সিবিআই সূত্রে খবর। নোটিশ পাঠিয়ে সরাসরি দিল্লির অফিসে ডেকে পাঠানো হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তার স্ত্রীকে।

আরও পড়ুন -  কোভিড-১৯এর মোকাবিলায় এসএনবিএনসিবিএস-এর শ্বাসবায়ু শোধক মাস্ক এবং ন্যানো স্যানিটাইজার সাহায্য করবে