মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, চিকিৎসক ও নার্সদের বাড়ি তৈরির জন্য বিনামূল্যে জমি বরাদ্দ করা হবে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   চিকিৎসক ও নার্সদের বাড়ি তৈরির জন্য এবার বিনামূল্যে জমি দেবে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য ১০ একর জমি বরাদ্দ করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার SSKM হাসপাতালে প্রথম রিভিউ বৈঠকের পর এমনটাই ঘোষণা করলেন।এই দিন বৈঠকের পর হাসপাতাল চত্বরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই ঘোষণা করেন তিনি।

মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘আমরা সরকারের তরফে ১০ একর জমি বরাদ্দ করছি। বিনামূল্যে এই জমি দেওয়া হবে। সেখানে বাড়ি তৈরি করে নিতে পারবেন চিকিৎসক ও নার্সরা।’ এর পাশাপাশি তিনি ঘোষণা করেন, চিকিৎসক ও নার্সদের জন্য একটি হোস্টেল তৈরি করা হবে। এর পাশাপাশি তিনি বলেন লি রোডে একটি ১০ তলা হোস্টেল তৈরির করা হবে। পুরুষ নার্সদের জন্যও নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এবার থেকে পুরুষ নার্সদের ‘প্র্যাকটিশনার সিস্টার’ পদ দেওয়া হবে। চিকিৎসকদের গাইডলাইন মেনে তাঁরা দায়িত্ব পালন করবেন।’

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রী হঠাৎ করে টিকাকরণ কেন্দ্রে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন, কথা বললেন স্থানীয়দের সঙ্গে

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে তিনি রাজ্যের স্বাস্থ্য অবস্থা নিজের নজরদারিতেই রেখেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান,তিনি আগামী ১৬ সেপ্টেম্বর ফের একটি রিভিউ মিটিং করবেন। SSKM হাসপাতালেই হবে সেই বৈঠক।শহরের সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা সেই মিটিং-এ উপস্থিত থাকবেন। তিনি বলেন, ‘স্বাস্থ্যভবন একটু দূর হয়ে যাওয়ায় SSKM হাসপাতালেই বৈঠক হবে। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি। সকলের সব সমস্যার কথা শুনেছি। পাশাপাশি জানান তিনি ফের ১৫ সেপ্টেম্বর সেখানে যাবেন।’

আরও পড়ুন -  Killed: খুন করা হয়েছে তাদের ছেলেকে, দাবি পরিবারের

তিনি এর আগেও জানিয়েছিলেন, ক্যানসারের মতো মারণ রোগ ছাড়াও বিভিন্ন সংক্রামক রোগ নিয়ে গবেষণা, স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসার বিভিন্ন খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হবে। ইন্ডাস্ট্রির লক্ষ্যের সাথে সাথে স্বাস্থ্যব্যবস্থাকে আরও উন্নত করার জন্য তিনি নিজের সমস্ত বিষয়ে খুটিনাটি যাচাই করে দেখছেন। এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একটি হাসপাতাল থেকে অপর হাসপাতালে যোগাযোগের সুবিধার জন্য ফুটব্রিজের ব্যবস্থা করা যায় কিনা, তা নিয়েও পুরসভার সঙ্গে আলোচনা করব।’ এ প্রসঙ্গে ফিরহাদ হাকিমকে বিস্তারিত পর্যালোচনারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘পিজি হাসপাতাল থেকে ক্যানসার হাসপাতালে পৌঁছনো এবং যোগাযোগের সুবিধা যাতে থাকে, সে বিষয়ে নজর দিতে হবে।’

আরও পড়ুন -  মমতা ও আলাপন কে বিধলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী