উত্তরবঙ্গ পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের, জন বার্লার দাবীকে কার্যত ঘুরিয়ে সমর্থন করলেন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   উত্তরবঙ্গ পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের জন বার্লার দাবীকে কার্যত ঘুরিয়ে সমর্থন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়েছেন। তাই জনগনের আবেগকে সম্মান জানানো তাঁর কর্তব্য। এই রাজ্যে কলকাতার একটি ফ্লাইওভার তৈরীতে যা বরাদ্দ হয় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয় না। দীর্ঘদীন ধরে বঞ্চিত উত্তরবঙ্গ। তাই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য জনগনের দাবীকে সমর্থন করেন তিনি।শহীদ স্মরন যাত্রায় মালদায় এসে এ কথা বলেন নিশীথ প্রামানিক। উল্লেখ্য মঙ্গলবার মালদা জেলা বিজেপির ডাকে আয়োজন করা হয়েছিল শহিদ সম্মান যাত্রার। শহরের পুরাটুলি বিজেপি কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে শহীদ সম্মান যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়েছেন। তাই জনগনের আবেগকে সম্মান জানানো তাঁর কর্তব্য।

আরও পড়ুন -  Arpita Mukherjee: অর্পিতা কান্নায় ভেঙে পড়লেন ভার্চুয়াল শুনানির আগে, জেলে ভালো লাগছে না