অবৈধ জলাভূমি এবং পুকুর ভরাটের কারণে জলমগ্ন হয়ে পড়ে মালদা শহরের তিন নম্বর ওয়ার্ড

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মালদা শহরের তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অবৈধ জলাভূমি এবং পুকুর ভরাটের কারণে জলমগ্ন হয়ে পড়ে সমস্ত এলাকা জমে যায় ড্রেনের ময়লা। পচা জলে প্রতিদিন পারাপার হতে সমস্যা হয় এলাকাবাসীদের, এবং ঘরে ঘরে সাপ পোকামাকড়ের উপদ্রব বেড়ে চলেছে বলে অভিযোগ। আর সেই কথাই তিন নম্বর ওয়ার্ডের কৃষ্ণ পার্কের এক যুবতী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আর তাতেই দলবল নিয়ে চড়াও হয় সেই যুবতীর ওপর বাম বহিস্কৃত প্রাক্তন কাউন্সিলর পরিতোষ চৌধুরী ও তার পরিবার। পাড়ার লোকের উপস্থিতিতে সেই যুবতী কে হেনস্থা করে এবং সবার সম্মুখে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করে। সেখানেই থেমে থাকেনি সেই যুবতীর পরিবারকে সেখান থেকে উচ্ছেদের হুমকি দেয় প্রাক্তন কাউন্সিলরসহ ও তার দলবল বলে অভিযোগ। যদিও সেই যুবতী জনসমক্ষে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেয়। তাতেও ক্ষান্ত হয় না কাউন্সিলর পরিতোষ চৌধুরী। বিগত দিনে একাধিকবার জলাশয় ভরাটের অভিযোগ দায়ের হয় সরকারের বিভিন্ন দপ্তরে। অসহায় অবস্থায় সেই যুবতী লিখিত অভিযোগ করে ইংরেজবাজার থানায়। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। আতঙ্কে দিন কাটছে সেই পরিবারটির বলে অভিযোগ।

আরও পড়ুন -  Samantha: আইটেম গান দিয়েই বিশ্বরেকর্ড, সামান্থার