প্রয়াত কিংবদন্তী সুরকার খৈয়ামের স্ত্রী জগজিৎ কৌর, সন্তানহারা গায়িকার সৎকার করলেন ম্যানেজার

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   ক্রমশ বলিউডের স্বর্ণযুগ যেন অবলুপ্তির পথে। 2019 সালের 19 শে অগস্ট হৃদযন্ত্র বিকল হয়ে বলিউডের কিংবদন্তী সুরকার ও গায়ক খৈয়াম (Khaiyam) প্রয়াত হয়েছিলেন। এবার চলে গেলেন তাঁর স্ত্রী জগজিৎ কৌর (Jagjeet Kaur)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল তিরানব্বই বছর।

খৈয়ামের ম্যানেজার রাজ শর্মা (Raj Sharma) জানিয়েছেন, খৈয়ামের মৃত্যুর পর থেকেই জগজিৎ বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেছিলেন। অধিকাংশ সময়েই তিনি অশ্রুপাত করতেন। হাসপাতালেও তাঁর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত। গত পনেরো দিন ধরে শারীরিক অসুস্থতা বেড়ে গিয়েছিল। জগজিৎ এর শরীরে ক্রমশ কমছিল অক্সিজেনের মাত্রা। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। 16 ই অগস্ট সকালে অন্তিম লোকে পাড়ি দিলেন জগজিৎ। রাজ বললেন, 1975 সালে তাঁকে মুম্বই নিয়ে এসেছিলেন খৈয়াম। রাজ মনে করেন, তাঁর উচ্চতা, কর্মজীবন খৈয়ামের দান। 2012 সালে মৃত্যু হয় খৈয়াম-জগজিৎ-এর একমাত্র পুত্রসন্তানের। এরপর থেকেই রাজকে আরও বেশি করে আঁকড়ে ধরেছিলেন তাঁরা। মৃত্যুর আগে খৈয়াম রাজকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন, জগজিৎ এর প্রয়াণে তিনিই যেন সন্তানের দায়িত্ব পালন করেন। রাজ সবসময়ই জগজিৎ এর খেয়াল রাখতেন। কিন্তু শেষ রক্ষা হল না। কথা রেখেছেন রাজ। চোখের জল ফেলতে ফেলতেই জগজিৎ এর শেষকৃত‍্য সম্পন্ন করেছেন তিনি। জগজিৎ এর শেষকৃত‍্যের সময় উপস্থিত ছিলেন অনুপ জালোটা (Anup Jalota) ও উত্তম সিং (Uttam Singh)। তাঁরা একই আবাসনে থাকেন।

 

View this post on Instagram

 

A post shared by Bhaokaal (@bhaokaal)

‘শগুন’ ফিল্মের ‘তুম আপনা রাঞ্জো’ গানটির মাধ্যমে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলেন জগজিৎ। ‘বাজার’, ‘কভি কভি’, ‘উমরাওজান’ এর মতো একাধিক ফিল্মে তিনি প্লে-ব‍্যাক করেছেন।

আরও পড়ুন -  ১০০ টাকা বিনিয়োগ Post Office-এ, রিটার্ন ২৪ লাখ টাকা, কি ভাবে? জানুন বিস্তারিত