রেস্টুরেন্টের আড়ালে মধুচক্র, তিন কর্মীকে গ্রেপ্তার

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   রেস্টুরেন্টের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে তিন কর্মীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।রবিবার রাত্রে আচমকাই ইংরেজবাজার থানার পুলিশ শহরের আই টি আই মোড় এলাকায় হানা দিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন -  Asia Cup 2023: এশিয়া কাপ পাকিস্তানেই আয়োজিত হবে, খেলবে ভারতও! সমাধান সূত্র মিলল

স্থানীয় সূত্রে জানা যায় শহর লাগোয়া আইটিআই মোরে একটি রেস্টুরেন্টের আড়ালে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলত। রবিবার রাত্রে আচমকাই ইংরেজবাজার থানার পুলিশ রেস্টুরেন্টে হানা দিয়ে তিন কর্মীকে গ্রেপ্তার করে। স্থানীয়দের অভিযোগ ব্যবসার আড়ালে কিছু অসাধু ব্যবসায়ী এখানে নোংরা ব্যবসা খুলে বসে ছিল। এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু কোন লাভ হয়নি। আজ এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে তাদের হাতেনাতে ধরে ইংরেজবাজার থানা পুলিশের হাতে তুলে দেয়।

আরও পড়ুন -  Killed: খুন করা হয়েছে তাদের ছেলেকে, দাবি পরিবারের