স্কুলের গার্জেন ফোরামের পক্ষ থেকে একটি মিটিং হল

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আজ বার্নপুর প্রান্তিক ক্লাবে বানপুর রিভারসাইড স্কুলের গার্জেন ফোরামের পক্ষ থেকে একটি মিটিং সম্পন্ন হলো। যেখানে সমগ্র লকডাউন জুড়ে স্কুল বন্ধ হয়ে আছে সেখানে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অমনবিক ভাবে লাইব্রেরী ফিস কম্পিউটার ফিস এবং অন্যান্য মিসলেনিয়াস ফিস নেওয়া হচ্ছে এর আগে গার্জেন ফোরামের পক্ষ থেকে স্কুলের প্রিন্সিপালের কাছে বহু বার অনুরোধ করা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি । তাই গার্জেন ফোরামের পক্ষ থেকে আজকে হীরাপুর থানায় একটি ডেপুটেশন দেওয়া হয় এবং আগামী দিনে গার্জেন ফোরামের পক্ষ থেকে একটি বৃহত্তর আন্দোলন ও অবস্থান-বিক্ষোভ করা হবে সে বিষয়ে হিরাপুর থানার ওসিকে জানানো হয়। আজকের এই মিটিংয়ে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি যুব মোর্চার সম্পাদক বাপ্পা চ্যাটার্জি । উনি জানাই বলেন স্কুল কর্তৃপক্ষকে সমস্ত রকমের মিসলেনিয়াস ফি মুকুব করতে হবে। তিনি এও জানান স্কুল কর্তৃপক্ষ যদি আমাদের দাবী দাওয়া মেনে না নেয় তাহলে আগামী দিন আমরা এক বৃহত্তর আন্দোলনে শামিল হবো।
গার্জেন ফোরাম এর পক্ষ সকলে উপস্থিত ছিল!

আরও পড়ুন -  Local Train Cancelled: শিয়ালদহ-হাসনাবাদ লাইনে বাতিল অনেক লোকাল ট্রেন, শনি ও রবিবার বাতিলের তালিকা দেখুন