খবরইন্ডিয়াঅনলাইনঃ
ঝুলন চাঁদের মাঠ
মনে পড়ার অভ্যাস থেকে অনেকদূরে
ভুল ভেঙে গেছে ধারণার
বৃষ্টিবসন্ত চোখ খুঁটে নেয় নিখাদ সকাল
ভালোবাসা কী ?
মনের বাঁধনে জড়িয়ে পড়া মন কেমন, সুন্দর না ঘোরময়, বুঝতে না বুঝতে মেঘের গল্প, ছায়ার গল্প ,কখনও বা তৃষ্ণা বোঝানোর অনুরোধে
কালির দোয়াত উল্টে গেছো শ্বেত টগরের গায়
সবকিছু কি এতো সহজ–
মাটির কলসি গলিয়ে দেয় পাথর
অপেক্ষা জানে সে চেষ্টায় কত ঘাম শ্রম রক্তের দাগ
বিশ্বাস আর প্রেমের দৃঢ়তায় বাঁচে জোনাক
আমার অক্ষরের যে নাড়ী চেনে, গন্ধ চেনে
ভাঙতে ভাঙতে ভালোবাসা রেখে দেয় হৃদয়ের কাছে
সব খোয়ানোর পথে বসে
তারই শ্রীচোখে এঁকেছি ঝুলন চাঁদের মাঠ
খুকু ভূঞ্যা ( কবি )