28 C
Kolkata
Monday, May 20, 2024

পর্যাপ্ত করোনার প্রতিষেধক দেওয়া হচ্ছে না, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন, বিজেপির দাবি

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   আসানসোল পুরনিগমের পক্ষ থেকে পর্যাপ্ত করোনার প্রতিষেধক দেওয়া হচ্ছে না ৷ সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন ৷ এই অভিযোগ তুলে সোমবার আসানসোল পুরনিগমের সামনে বিজেপির পক্ষ থেকে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ৷ পাশাপাশি পুরনিগমের বর্তমান প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয় ৷ এদিন বিজেপির এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল, কুলটির বিধায়ক অজয় পোদ্দার ও স্থানীয় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সহ আরো অনেকে ৷ এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি শেষে জিতেন্দ্র তিওয়ারি বলেন, কলকাতা পুরনিগমে করোনার প্রতিষেধক দেওয়ার কেন্দ্র ২৫০ টি ৷ অথচ আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের মধ্যে মাত্র ১৭ টি কেন্দ্র ৷ যেখানে প্রতিদিন সকালে দীর্ঘ লাইন দিয়েও মানুষ প্রতিষেধক না পেয়ে ফিরে যাচ্ছেন ৷ অথচ পুরনিগমের পক্ষ থেকে মিথ্যে তথ্য দিয়ে বড় বড় হোর্ডিং লাগানো হচ্ছে ৷ বিজেপির পক্ষ থেকে সেই সব হোর্ডিং এর ছবি তুলে রাখা হয়েছে ৷ প্রয়োজনে পুর কমিশনারকে এই বিষয়ে হাইকোর্টে উত্তর দিতে হতে পারে ৷ আসানসোল পুরনিগমের দক্ষ কর্মী থাকলেও প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে তাদের কাজে লাগানো হচ্ছে না ৷ অন্যদিকে স্মারকলিপি জমা দিয়ে অগ্নিমিত্রা পল বলেন, প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানিয়েছেন, যেসব মানুষ প্রতিষেধক পাচ্ছেন না, তাদের তালিকা তৈরি করে জমা করতে ৷ প্রতিদিন প্রতিটি কেন্দ্র থেকে ৩০০ জন মানুষকে প্রতিষেধক দেওয়া হচ্ছে ৷ আধার কার্ড হাতে লাইনে দাঁড়ালে ক্রম পর্যায়ে সেই সব ব্যক্তিরা প্রতিষেধক পাবেন ৷ এছাড়াও যারা ত্রিপল পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে, তারা আধার কার্ড নিয়ে পুরনিগমে অমরনাথ চ্যাটার্জির সাথে ১২ টা থেকে তিনটের মধ্যে যোগাযোগ করলে ত্রিপল পাবেন ৷ তবে প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক বলেন, কেন্দ্র পর্যাপ্ত টিকা সরবরাহ করছেনা বলেই রাজ্য তথা আসানসোলে সাধারণ মানুষের প্রতিষেধক পেতে দেরী হচ্ছে ৷ তবে আগামী পুরনির্বাচন নিয়ে জিতেন্দ্র তিওয়ারির হুমকি প্রসঙ্গে বলেন, নির্বাচনে কারা জিতবে তা জনগণই ঠিক করবে ৷ তিনি যদি এতই জানেন, তাহলে পাণ্ডবেশ্বর কেন্দ্রে বিধানসভা নির্বাচনে জিতেন্দ্রকে পরাজিত হতে হয় কেন ? বলেও মন্তব্য করেন ৷ একই সাথে বলেন, আসানসোল পুরনিগম কোনো মিথ্যে তথ্য প্রচার করছে না ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাই হোর্ডিং এ তুলে ধরা হয়েছে ৷ বিজেপি নেতাদের যদি আলাদা কোনো তথ্য জানা থাকে, তা যেন সরবরাহ করা হয় ৷

আরও পড়ুন -  শান্তনু-তানিয়া জুটিকে এই দৃশ্যে দেখা যাবে, নতুন ওয়েব সিরিজ টুথ পরী Netflix-এ চলে এলো

Latest News

Hot Dance: এলোমেলো শাড়িতে হট ডান্স দেখালেন যুবতী, এই ভিডিও দেখার জন্য লম্বা লাইন দিয়েছে নেটভক্তরা

Hot Dance: এলোমেলো শাড়িতে হট ডান্স দেখালেন যুবতী, এই ভিডিও দেখার জন্য লম্বা লাইন দিয়েছে নেটভক্তরা।  বর্তমানে খুব সহজ হয়েছে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img