হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিখোঁজ পাঁচ বছরের এক শিশু, পরে শিশুকে উদ্ধার করে পুলিশ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিখোঁজ পাঁচ বছরের এক শিশু। কান্নায় ভেঙে পড়লেন মা। যদিও পরে হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় ইংরেজবাজার থানার পুলিশ ওই শিশুকে তার মা’র কোলে তুলে দেয়।
সোমবার সকালে এই ঘটনায় একপ্রস্থ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এলাকায়।

আরও পড়ুন -  সোনাঝুড়ি জঙ্গলের মাঝে আধুনিকতায় উদ্দাম, যুবক-যুবতীর যৌন বেলাল্লাপনায়

মালদার মানিকচক থানার এনায়েত পুরের বাসিন্দা মিলি খাতুন। সোমবার সকালে মিলি খাতুন তার দুই পুত্র সন্তানকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে আসেন চিকিৎসা করাতে। মিলি খাতুন জানান, চিকিৎসক দেখাবেন বলে আউটডোরের লাইনে দাঁড়িয়ে ছিলেন। লাইনে ভিড় থাকায় পাঁচ বছরের শিশুর হাতে মোবাইল ফোন দিয়ে রেখেছিলেন তিনি। এরই দেখেন তার শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুরু হয় খোঁজাখুঁজি। বিষয়টি জানাজানি হতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই শিশুকে উদ্ধার করে কয়েক ঘন্টার মধ্যেই ইংরেজবাজার থানা পুলিশের মাধ্যমে তার কাছে তুলে দেন। এর জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন -  শোয়ার ঘর থেকে এক গৃহবধূর রক্তাক্ত অবস্থায় উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য