31 C
Kolkata
Sunday, May 19, 2024

জল নিকাশির ব্যবস্থা করলেন সায়নী ঘোষ, ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল, আসানসোলে ঘটনা

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   টানা কয়েকদিনের বর্ষণের ফলে জলপ্লাবিত হয়ে গিয়েছিল বার্ণপুরের বিস্তীর্ণ এলাকা। ফোন করে পাওয়া যায়নি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (agnimitra pal) কে। কিন্তু এগিয়ে এলেন সায়নী ঘোষ (sayani ghosh)। সেই সায়নী, যিনি আসানসোল থেকে পর্যাপ্ত ভোট না পেয়ে বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন। সায়নীই সমাধান করলেন জল নিকাশির।

ঘটনাস্থল হল আসানসোল দক্ষিণের সুভাষপল্লী ও নরসিংবাঁধ এলাকা। গত কয়েকদিনের বৃষ্টিতে প্লাবিত হয়ে গিয়েছিল পুরনিগমের 77 নম্বর, 79 নম্বর ও 82 নম্বর ওয়ার্ডের রহমতনগর। এলাকার বাসিন্দা ভোলা সিং জানিয়েছেন, স্থানীয় নালার জল উপচে শান্তিনগরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছিল। বারবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে ফোন করা হলেও সমস্যার সুরাহা হয়নি। অপরদিকে এই ঘটনা সায়নীর কানে যেতে সায়নী নিজেই ফোন করে বিস্তারিত জানতে চান। সমস্ত ঘটনা জানার পর আসানসোলের পুরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় (amarnath chatterjee) কে ফোন করেন সায়নী। তৎক্ষণাৎ এলাকার পুরকর্মীদের পাঠিয়ে নিকাশির ব্যবস্থা করা হয়। ঘন্টাখানেকের মধ্যেই এলাকার জল নেমে যায়। এই ব‍্যাপারে অগ্নিমিত্রার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, তাঁকে কেউ ফোন করেননি। পুরপ্রশাসকের বিরুদ্ধে অগ্নিমিত্রার অভিযোগ, তিনি নাকি অগ্নিমিত্রাকে বলেছেন, তাঁকে আসানসোলের জল নিকাশি সমস্যার ব্যাপারে ভাবতে হবে না। এই বিষয়ে তৃণমূল ভাববে। এমনকি পুরপ্রশাসক তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগও তুলেছেন অগ্নিমিত্রা।

অগ্নিমিত্রা ডিহিকা গ্রামের উদাহরণ দিয়ে বলেন ওই গ্রাম যখন ঝড়ে বিধ্বস্ত হয়ে গিয়েছিল, তখন তিনি নিজে গিয়ে ত্রিপল ও ত্রাণ দিয়ে এসেছিলেন। এমনকি অগ্নিমিত্রার বক্তব্য, পুরপ্রশাসক এখনও তৃণমূল ছাড়তে পারেননি কেন! অগ্নিমিত্রা যখন নিজের ক্ষোভ প্রকাশ করেছেন, সায়নী কিন্তু তখন কোনো প্রতিক্রিয়া জানাননি। তিনি নিজের মতো কাজ করে দেখিয়ে দিয়েছেন।

আরও পড়ুন -  কর্মপ্রার্থীদের জন্য সর্বাধিক বয়সসীমা বৃদ্ধি

Latest News

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন।  ভোজপুরী সিনেমা: এক...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img