সৃজনের রক্তদান শিবির, রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না ?

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিবেদক, খবরইন্ডিয়াঅনলাইন, কোচবিহারঃ   কোচবিহার জেলার সীমান্ত শহর মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হলো সামাজিক সংগঠন সৃজনের রক্তদান শিবির।

কোভিড পরিস্থিতির মাঝেও রক্তদাতারা স্বতস্ফূর্ত ভাবে এদিনের রক্তদান শিবিরে অংশগ্রহণ করে।এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ১৪৮ নং বিএন বিএসএফ এর সিইও বনাম্বর সাহু, ১৪৮ নং বিএন বিএসএফ এর কম্পানি কমান্ডার আর সেট্টি, বঙ্গরত্ন সাংবাদিক সুশান্ত গুহ,সমাজসেবী তানিয়া সরকার ও সমাজসেবী সাহজাহান সরকার সহ প্রমুখ।

আরও পড়ুন -  Post Office Deposit: ভবিষ্যতের চিন্তা মুক্ত, ৫ বছরের সুদে মিলবে ৯০ হাজার টাকা

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের রক্তদান শিবিরের সূচনা হয়। শিবিরের সঞ্চালনা করেন নর্থ বেঙ্গল সায়েন্স এন্ড কালচারাল সোসাইটির কর্ণধার দিব্যায়ন সরকার। প্রত্যেক রক্তদাতা কে একটি করে চারাগাছ, মেডেল ও শংসাপত্র দেওয়া হয়। রক্তদান এর মাধ্যমে ভাতৃত্বের বন্ধন কে দৃঢ় করতে রাখি বন্ধন কর্মসূচি নেওয়া হয় এদিনের রক্তদান শিবির থেকে। সৃজনের সম্পাদক সুনির্মল গুহ বলেন ” মেখলিগঞ্জ ব্লকের ইতিহাসে এই প্রথম একাধিক সংগঠন কে এক ছাতার নিচে এনে কোভিড পরিস্থিতি তে সমস্ত রকম বিধি নিষেধ মেনে সৃজনের এবারের রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না তাই মানুষ যদি রক্তদান না করে তবে রক্তের সংকট দূর করা সম্ভব নয়। “

আরও পড়ুন -  Sourav Ganguly: চাঞ্চল্যকর মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলী, বিরাটের উদ্দেশ্যে