ইজরাইলি সফটওয়্যার ব্যবহার করছে রাজ্য সরকার, দাবি বাবুলের

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   পেগাসাস কাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে সমস্ত মহল। সেখানে আবার কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরোধিতা করলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে সফর করছেন ও বারংবার দিল্লিতে নিজেকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছেন, সেই সময বোমা ফাটালেন বাবুল সুপ্রিয়। তিনি দাবি করেছেন, কলকাতায় এই ইজরাইলি সফটওয়্যার দিয়ে আড়িপাতা হয়েছে আগে অনেকবার। সফটওয়্যার এর প্রয়োজনীয় যন্ত্রপাতি ইসরাইল থেকে কিনে এনেছিলেন একজন আইপিএস আধিকারিক, এমনটাই দাবি করেছেন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পেগাসাস কাণ্ড নিয়ে সরব হয়েছেন তখন নজিরবিহীনভাবে আবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, যারা রাজনীতিতে নতুন করে জল্পনার উদ্রেক করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন -  সাংবাদিক সম্মেলনে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র

পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারংবার অভিযোগ জানিয়েছে বিরোধী দল। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস এমনকি আরো বেশ কিছু রাজনৈতিক দলের তরফ থেকে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের ফোনে আড়িপাতা হচ্ছে বেআইনিভাবে। সেই একই সফটওয়্যার নাকি এরাজ্যে বিরোধীদের ফোনে আড়িপাতার জন্য ব্যবহার করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে, দাবি জানিয়েছেন বাবুল সুপ্রিয়। দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিজেপির তরফ থেকে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই সফটওয়্যার ব্যবহার করা নিয়ে অভিযোগ তোলা হয়েছিল। যদিও মুখ্যমন্ত্রী তরফ থেকে সেই বিষয় নিয়ে কোনো রকম মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন -  Tala Bridge: মুখ্যমন্ত্রী করবেন শুভ উদ্বোধন, আগামী ২২ সেপ্টেম্বর টালা ব্রীজ উদ্বোধন

বুধবার বাবুল এই বিষয়টি আরো একবার তুলে ধরলেন। বুধবার তিনি বললেন, ইজরাইলি সফটওয়্যার ব্যবহার করে আঁড়িপাতার খবর কলকাতায় গত তিন বছর ধরে শোনা যাচ্ছে। দিদির বিশ্বস্ত একজন আইপিএস অফিসার ৩৮ লক্ষ টাকা দিয়ে এই সফটওয়্যার এর যন্ত্রপাতি কিনে নিয়ে এসেছেন। টেলিগ্রাম এবং সিগনালের মত কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করে তাদের ফোনে আড়িপাতা হচ্ছে বলেও অভিযোগ করেন বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন -  iPhone: ১৩ শতাংশ মুনাফা কমেছে অ্যাপলের, ৩ মাসে

যদিও বাবুল সুপ্রিয়র এই অভিযোগের ভিত্তিতে কোন রকম মন্তব্য করা হয়নি তৃণমূলের তরফ থেকে। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিরোধী দল সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই সফটওয়্যার ব্যবহার নিয়ে সুর চড়িয়েছেন। তার মধ্যেই আবার রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ উঠল।