Tiyasha Roy: ক্রপ টপে উন্মুক্ত পেট, তুমুল নাচ তিয়াসার !

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   সবসময় দুজন একসাথে এক সিনেমা বা ধারাবাহিকে কাজ করবে তার কোনো কথা নেই। ইন্ড্রাস্টিতে আলাদা কাজ করেও ভালো বন্ধু হওয়া যায়। তেমনই এক উদাহরণ হল অভিনেত্রী শ্রুতি দাস আর তিয়াসা রায়।

জি বাংলার ‘কৃষ্ণকলি ধারাবাহিকে তিয়াসাকে আমরা শ্যামার চরিত্রে অভিনয় করতে দেখেছি৷ এই ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে সারা বাংলার মানুষের মন জয় করে নিয়েছেন তিয়াসা। সাফল্য কে সাফল্য এনে দিয়েছেন তিনি । প্রতিদিন সন্ধ্যে সাতটা বাজলে বাঙালির ঘরে শ্যামা সাধারণ, আটপৌরে শাড়ি আর কৃষ্ণ ভক্ত গীতি নিয়ে সাধারণ এক গৃহবধূ ‘শ্যামা’ হাজির হয় । কিন্তু পর্দায় যতই সাধারণ সুতির শাড়ি ও কাঁচা পাকা চুল আর কপালে রসকলি আঁকা মেকআপে শ্যামা’কে দেখা যাক না কেন, বাস্তবের তিয়াসা কিন্তু ভিন্ন। তিনি স্মার্ট এবং এলিগেন্ট আর বোল্ড। ভারতীয় থেকে ওয়েস্টার্ন, সমস্ত রকম পোশাকেই তিনি সাবলীল।

আরও পড়ুন -  Haryanvi Dance: এই হরিয়ানভি নৃত্যশিল্পী রচনা তিওয়ারিকেও টপকে গেলেন, ভাইরাল হলো ঝলক

সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় তিয়াশা । মাঝে মধ্যেই নানারকম ছবি আর ভিডিওতে আত্মপ্রকাশ করেন সকলের প্রিয় নায়িকা । তা দেখার জন্য তিয়াসার অনুরাগীরা মুখিয়ে থাকে। এ বার তিয়াশা’কে দেখা গেল পার্টি মুডে। হাই-ওয়েস্ট টোর্ন জিন্স আর ক্রপ টপে । তবে তিনি একা নন । তিয়াসার খুব কাছের বন্ধু শ্রুতি যে এখন সকলের প্রিয় নোয়া দুই বন্ধু মিলে এই উইকেন্ড জমিয়ে মজা করলেন।

আরও পড়ুন -  প্রকৃতির বুকে বিচরণ...

সম্প্রতি ভিডিওটি শেয়ার করেছেন শ্রুতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। সঙ্গে লিখে দিয়েছেন, দারুণ মজার একটি ক্যাপশন । লিখেছেন, ‘রিল ও রিয়েল কৃষ্ণকলি’। আসল ব্যপার হল আজও মেয়েদের গায়ের রঙ কালো হওয়াতে বার বার ট্রোল হতে হয়। গায়ের রং শ্যামলা হওয়ার কারণে অভিনেত্রী শ্রুতি দাস বারবার সোশ্যাল মিডিয়ায় নানান ট্রোলের মুখে পড়েছেন । শ্রুতি বহু ট্রোলের কড়া জবাব দিয়েছেন। এমনকি পুলিশের কাছে ট্রোলারের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন। কিছুটা পরিস্থিতি সামাল হলেও এখনো পুরোপুরি ঠিক হয়নি।

আরও পড়ুন -  জামাই - ছেলের সাথে তুমুল নাচের ভিডিও ভাইরাল, শ্যামা ওরফে তিয়াসা !

কিছুদিন আগে অভিনেত্রী বলেছিলেন, তিয়াসা ফর্সা তাই তাঁকে কালো করতে হয় মেকআপের সাহায্যে। হয়তো তাঁর সেই অভিমান এদিন ভাঙিয়ে দিলেন তিয়াসা। শ্রুতির পরণে ছিল সবুজ ওয়ান পিস৷ দুই বন্ধু সাউথ সিটি মলের এক রেস্টুরেন্টে হিন্দি গানের তালে নাচলেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও। অনেকে মনে করছেন শ্যামার সঙ্গে এই ভিডিও শেয়ার করে, মজার ছলেই সমাজকে এক নীতি শিক্ষার পাঠ দিলেন শ্রুতি।

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)