31 C
Kolkata
Monday, May 6, 2024

ভাই-বোনের রেকর্ড অলিম্পিকে সোনা জিতে, অলিম্পিক্স ইতিহাসে প্রথমবার !

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   অলিম্পিক্স ইতিহাসে প্রথমবার একদিনে এক সঙ্গে সোনা জিতে নতুন নজির গড়লেন জাপানের জুডোকা ভাই-বোনের জুটি। শনিবার টোকিও অলিম্পিক্সে প্রথম দিনে আয়োজক জাপানকে এবারের গেমসের প্রথম স্বর্ণপদক এনে দিয়েছিলেন জাপানি জুডোকা নাওহিসা তাকাতো। পুরুষদের ৬০ কেজি বিভাগে জুডোতে সোনা জিতেছিলেন ২৮ বছর বয়সী ক্রীড়াবিদ । খবর হিন্দুস্তান টাইমসের।

আরও পড়ুন -  চোরাচালান বন্ধ করতে এবারে নদীপথে নজরদারি শুরু করল বিএসএফ

রবিবার সেই জুডো আনন্দে ভাসাল জাপানকে। জুডোতে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে রবিবার জাপানকে স্বর্ণ এনে দিয়ে নজির গড়লেন দুই জাপানি ভাই বোন উতা আবে এবং হিফুমি আবে। অলিম্পিক্স ইতিহাসে নয়া মাইলফলক গড়ে ফেললেন জাপানের দুই জুডোকা ভাই-বোন। অলিম্পিক্সের এত বছরের ইতিহাসে প্রথমবার একই দিনে স্বর্ণপদক জিতলেন দুই ভাইবোন।

আরও পড়ুন -  ছোট হাতের ছবি

অলিম্পিক্স অভিষেকেই সোনা জিতলেন উতা আবে। নিপ্পোন বুদোকান ভেন্যুতে মহিলা ৫২ কেজির ফাইনালে ফ্রান্সের আমানডাইন বুচারকে হারান ২১ বছর বয়সী জাপানি জুডোকা। অন্যদিকে এই ফাইনালের আগে ২৪ মিনিটের বাউটে জর্জিয়ার ভাজহা মার্গভেলাশভিলিকে হারিয়ে স্বর্ণপদক জেতেন উতার ভাই হিফুমি আবে। উল্লেখ্য, এর আগে ও একই বিভাগে জুডোর বিশ্বচ্যাম্পিয়ানশিপে দুবার চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে হিফুমি আবের।

আরও পড়ুন -  Modern Skin Clinic: বেহালায় সোমার " শাইন অ্যান্ড শ‍্যাডো "ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক

Latest News

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony.   গ্রীষ্মকাল, বছরের সেই সময় যখন প্রকৃতি তার পূর্ণ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img