উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিভ্রান্তি, বারাবনির কেলেজোড়া গার্লস স্কুলে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    বারাবনি কেলেজোড়া গার্লস হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সাথে সাথেই এক বিভ্রান্তির সৃষ্টি হয়। দেখা যাচ্ছে মাত্র ৮৬ জন পাস করেছে এবং ১০০ জনা ফেল করেছে। ছাত্রীদের বক্তব্য যে ১০০ জন ফেল করেছে তারা কেউই ফিল করার মতন ছাত্রী নয়। তাই তারা আজ সকলে মিলে স্কুল কর্তৃপক্ষের কাছে বিক্ষোভ জানান বলেন এইরকম কেন হয়েছে আমরা তো কেউ ফেল করার মতন ছাত্রী নয়। যেহেতু মাধ্যমিক ও ক্লাস ইলেভেনের রেজাল্ট দেখে বিচার করা হয়েছে সেই কারণে আমরা কেউ ফিল করার মতন ছাত্রী নই যারা কিছুই পারে না তারা আজ ফার্স্ট ডিভিশন পেয়ে গিয়েছে। কেন এরকম হলো তা জানতে চাই স্কুল কর্তৃপক্ষের কাছে। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে জানাই যে এই রকম ঘটনা কেন ঘটেছে তারা কিছুই বুঝতে পারছেন না। এবং ছাত্রীদেরকে এও বলা হয় তোমরা সকলেই দরখাস্ত জমা দাও এবং যে যে সাবজেক্টে ফেল করেছে তার জন্য প্রত্যেক সাবজেক্টে 100 টাকা করে জমা করতে হব। কিন্তু ছাত্রীদের বক্তব্য তারা সারা বছর ধরে টিউশন বইপত্র সকলের পেছনে খরচ করেছে এবং রেজিস্ট্রেশন করার সময় ৫০০ টাকা করে তারা জমা দিয়েছে তাহলে তারা এখন কেন টাকা জমা দেবে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন এই বিষয়ে আমরা কিছু বলতে পারব না বোর্ড যা ডিসিসন নেবে তাই মেনে নিতে হবে। কারণ আমরা বোর্ডের বাইরে গিয়ে কোন কাজই করতে পারবোনা।

আরও পড়ুন -  BMW: ই-কার আসছে বাজারে, বিএমডব্লিউর