HOROSCOPEঃ আজকে রাশিফল, দেখে নিন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   ২২শে জুলাই (৫ই শ্রাবণ) বৃহস্পতিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে দিনটি।

মেষঃ অফিসে কোনোরকম কর্ম বিভ্রাট দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

বৃষঃ ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ কমতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য জীবনে বাধা আসতে পারে।

মিথুনঃ আপনার নাম কোনো মামলা মোকর্দ্দমায় জড়িয়ে যেতে পারে। বিপুল পরিমাণে অর্থ খরচ হতে পারে। মন শক্ত রেখে কাজ করুন।

আরও পড়ুন -  মুখোমুখি বাংলাদেশ - শ্রীলঙ্কা, আজ সাফে

কর্কটঃ অসৎসঙ্গের পাল্লায় পড়তে পারেন। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। খারাপ কাজে আপনার বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

সিংহঃ রাজনীতিতে বেশ আগ্রহ হতে পারে। মন দিয়ে রাজনীতির কাজ কর্ম করুন। আপনি রাজনৈতিক কার্যে বেশ সাফল্য পেতে পারেন।

কন্যাঃ কাছের কোনো মানুষের সাথে কোনো কিছু মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। চুপ থাকবেন।

আরও পড়ুন -  Horoscope: ২৩শে জুলাই, রাশিফল কি বলছে ?

তুলাঃ হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এতে কোনো বড় ক্ষতি হতে পারে। চোখ কান খোলা রেখে ভেবে কাজ করুন।

বৃশ্চিকঃ দিনটি বেশ সুখকর হবে। অনেক দিনের আশা পূরণ হতে পারে। ব্যবসায় গৃহে সর্বত্র শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি হতে পার। জীবনে সুখ আসতে পারে।

ধনুঃ কাছের কোনো বন্ধুর সাথে কোনো কিছু মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

আরও পড়ুন -  রিল ভিডিও শুট করলেন এক শিক্ষিকা ছাত্রদের সাথে, হয়ে গেল ভাইরাল ভিডিও – TEACHER VIRAL VIDEO

মকরঃ আপনার জন্য দিনটি খুব সুখকর। শেয়ার বাজারে বেশ নাম ডাক হবে। উন্নতি হওয়ার সম্ভাবনা আছে।

কুম্ভঃ আপনার ব্যবসায়ে বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের ব্যবসার কাজ করুন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার কাজেতে কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করবেন না

মীনঃ কোনো কারণে আপনার মন চঞ্চল হতে পারে। কাছের মানুষকে কোনো কারণে খুব মিস করতে পারেন। মন শান্ত করতে প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।